১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

সাতকানিয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী গুরুত্বর আহত

সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বাজালিয়া এজাহার মিয়া চৌধুরীর বাড়ী এলাকায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।আহতের নাম ওই এলাকার আহমদ হোসেন চৌধুরীর পুত্র আলমগীর চৌধুরী(৩৮)।গত ৩ মে দুপুর ২টায় এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আহত আলমগীর চৌধুরী বাদী হয়ে ওই এলাকার শাহাদত আলীর পুত্র সাদ্দাম হোসেন নয়ন(৩০) ও মৃত নুর হোসেন পুত্র শাহাদত আলীকে বিবাদী করে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত কিছুদিন ধরে জায়গা জমি নিয়ে উভয়পক্ষের মধ্য বিরোধ চলছিল। গতকাল দুপুরে অতর্কিতভাবে প্রতিপক্ষ সাদ্দাম হোসেন নয়নের নেতৃত্ব দলবল মিলে আলমগীর চৌধুরীকে লোহার রড নিয়ে এলোপাতাড়ী মারধর করে এবং কিরিচ দিয়ে মাথায় আঘাত করলে তার পেটের বাম পার্শ্বে এবং মাথায় মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার ছোট ভাই তৌহিদুল ইসলামকেও মারধর করেছে বলেও অভিযোগে প্রকাশ।

আহত আলমগীর চৌধুরী বলেন,বিবাদীগণের সাথে তাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। অতর্কিতভাবে নয়ন ও তার বাবাসহ দলবল মিলে তার উপর হামলা চালায়। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের জোর দাবী জানান।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, এ ঘটনায় উভয়পক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ হাতে পাওয়ার পর আজ বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে উভয়পক্ষের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে, অভিযুক্ত সাদ্দাম হোসেন নয়ন মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, তার মা ও তাকে প্রতিপক্ষরা মারধর করে।উক্ত ঘটনায় তারাও সাতকানিয়া থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।