১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনছে মিয়ানমার

বাংলাদেশের সামরিক বাহিনীতে দু’টি সাবমেরিন সংযুক্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই সাবমেরিন বিধ্বংসী টর্পেডো ক্রয়ের অর্ডার দিয়েছে মিয়ানমার। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই গত সপ্তাহে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে প্রায় ৩৮ মিলিয়ন ডলার দিয়ে তারা শাইনা টর্পেডো সংগ্রহ করছে। টর্পেডোটি ডিজাইন করেছে ভারতের ডিফেন্স রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ভারত ডাইনামিক্স লিমিটেড নামের একটি ডিফেন্স ম্যানুফাকচারিং প্রতিষ্ঠান এটি তৈরি করছে। এ টর্পেডো শক্তিশালী বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে সাবমেরিন খুঁজে বের করার জন্য মিয়ানমারের কাছে ভারত সোনার এবং রাডার বিক্রি করেছে।
এ সম্পর্কে জানতে চাইলে একজন বিশেষজ্ঞ প্রাক্তন কর্মকর্তা বলেন, ‘এটি সাবমেরিন ধ্বংসের কাজে ব্যবহার করা হয়।’ তবে তিনি আরও বলেন, ‘মিয়ানমার যে প্রযুক্তির টর্পেডো সংগ্রহ করছে বাংলাদেশের তার থেকে উন্নত প্রযুক্তির টর্পেডো আছে।’ শাইনা টর্পেডো সাধারণত সাত কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে তিনি জানান।
বাংলাদেশের সামরিক বাহিনীতে সাবমেরিন সংযুক্তির ফলে নৌবাহিনীর সক্ষমতার দিক থেকে মিয়ানমারের থেকে সুবিধাজনক অবস্থায় থাকবে বাংলাদেশ। কারণ মিয়ানমারের সাবমেরিন নেই।
এ অঞ্চলে মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সাবমেরিন নাই। তবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান ও ইন্দোনেশিয়ার সাবমেরিন আছে।
গত বছর ২২ ডিসেম্বর ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে বাংলাদেশের প্রথম দুই সাবমেরিন চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এর আগে গত ১৪ নভেম্বর এই সাবমেরিনগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

১২ মার্চ আনুষ্ঠানিকভাবে চীনে নির্মিত দু’টি সাবমেরিন ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’র কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম ঈশা খাঁ ঘাঁটির জেটিতে এই অনুষ্ঠান হয়।

চীন থেকে কেনা ০৩৫ জি ক্লাসের এ দুটি সাবমেরিনে থাকছে নানা সুবিধা। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করার সক্ষমতা রয়েছে টর্পেডো ও মাইন দিয়ে সু-সজ্জিত এই সাবমেরিনগুলোর।

বাংলাদেশের ওই সাবমেরিনকে ‘সাব-সারফেস কিলার’ বলা হয়। কারণ এটিকে সহজে চিহ্নিত করা যায় না। এ ধরনের সাবমেরিন একটানা এক মাসেরও বেশি সময় পানির নিচে থাকতে পারে।

এগুলো ডিজেল ইলেক্ট্রিক সাবমেরিন। যার প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার। নৌবাহিনীতে এগুলো যুক্ত হওয়ার ফলে বঙ্গোপসাগরের বিস্তৃত সাগর এলাকা নিরবচ্ছিন্নভাবে পাহারা দেওয়া এবং যে কোনও শত্রুকে মোকাবিলার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।