১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

নাফনদীতে রোহিঙ্গা বোঝাই নাটকীয় ভেলার মহড়া

সাবরাং পয়েন্ট দিয়ে ফের ৪শ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের অনুপ্রবেশ


হুমায়ূন রশিদ,(টেকনাফ): বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকালে বাঁধার মুখে পড়ার আতংকে এবার রোহিঙ্গারা অভিনব কায়দায় তৈরী করা নাটকীয় নৌযান ভেলার আশ্রয় নিয়েছে। এসব নৌযানে ভেসে নানা নাটকীয়তার পরও বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করছে প্রায় ৪শ রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশু। অনুপ্রবেশকারীদের মধ্যে গুরুতর অসুস্থদের সেনাক্যাম্প হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানাযায়,১২ নভেম্বর ভোরে মিয়ানমারের আকিয়াবের ধাওনখালী পয়েন্ট হতে দূর্গম এলাকা বুচিধং ও রাশিধংয়ের চেঘামপাড়া, ধানীপাড়া, পুঁইমালি, ওয়ারিঅং, পুুঁইয়াং দংয়ের শত শত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা বেশ কয়েকটি অভিনব কায়দায় তৈরী করা ভেলায় করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের লক্ষ্যে রওয়ানা দেয়। সকালে টেকনাফের সাবরাং নয়াপাড়া পয়েন্ট দিয়ে ২টি ভেলা বোঝাই রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর অনুপ্রবেশ ঘটে। তখন স্থানীয় সাবরাং বিওপি জওয়ানেরা তাদের তল্লাশী করে নিজ জিম্মায় নেয়। এতে অসুস্থ ও গুরুতর আহতদের স্থানীয় সেনাক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। অপরদিকে বিকাল ৩টারদিকে শাহপরীরদ্বীপ পয়েন্ট হয়ে আরো ৯টি রোহিঙ্গা বোঝাই ভেলা নাফনদীতে অবস্থান নিয়ে অনুপ্রবেশের মহড়া দেয়। যা স্থানীয় জনসাধারণের মধ্যে কৌতুহল সৃষ্টি করায় এক নজর দেখার জন্য নদীর পাড়ে ভীড় করতে দেখা গেছে। অবশেষে সন্ধ্যারদিকে এসব রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বোঝাই ভেলা নয়াপাড়া পয়েন্ট দিয়ে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে। তখন একই বিওপি জওয়ানেরা তল্লাশী পূর্বক রোহিঙ্গাদের নিজ জিম্মায় নেন। অনুপ্রবেশকারীদের মধ্যে অসুস্থ এবং আহতদের চিকিৎসার জন্য ফের সেনা ক্যাম্প হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবশিষ্টদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে শরণার্থী ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ণয় করা না হলেও প্রায় ৪শ মত হতে পারে বলে বিভিন্ন বিশ্বস্থ সুত্র ধারণা করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।