২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

সারাদেশের ইন্টার্ন চিকিৎসকদের সাথে যৌক্তিক দাবিতে কক্সবাজারের ইন্টার্নদের কর্মবিরতি

 


বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ হাসপাতালের চারজন ইন্টার্ন ডাক্তারকে তাঁদের ট্রেনিং থেকে অন্যায়ভাবে বহিষ্কার করার প্রতিবাদের সারাদেশে সাথে একাত্মতা ঘোষনা করে কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্নরা কর্মবিরতি পালন ও অবস্থান ধর্মঘট পালন করছে।
সূত্রমতে, বহিস্কৃতদের অপরাধ তাঁরা তাঁদের এক নারী সহকর্মীর সাথে করা ইভিটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। রোগীর এক আত্মীয় সেই নারী ইন্টার্নকে ইভটিজিং করেন। সেই আত্মীয়টির বক্তব্য তিনি রোগীর উপরে থাকা ফ্যানটির সুইচ কই সেটা জানতে চেয়েছিলেন। মহিলা চিকিৎসকের বক্তব্য সেই লোকটি তাকে নানারকম অশ্রাব্য অপমানজনক কথা বলেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনার শাস্তিস্বরূপ বগুড়া মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসককে ছয় মাসের জন্য ইন্টার্নশিপ স্থগিতাদেশ দেয়া হয়। ইন্টার্নদের এই অন্যায় স্থগিতাদেশের প্রতিবাদে এবং সর্বস্তরের চিকিৎসক দের নিরাপত্তার স্বার্থে সারাদেশের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক পরিষদের ঘোষনা অনুযায়ী গতকাল শনিবার হতে কক্সবাজারেও লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দেয়া হয়।কক্সবাজার সদর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে কর্মবিরতির পাশাপাশি দুপুর ১টা থেকে স্বতঃস্ফুর্ত অবস্থান ধর্মঘট। সেখানে ইন্টার্ন দের বিভিন্ন ন্যায্য দাবিতে পরিষদের নেতারা কথা বলেন এবং দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর অনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী বরাবর দাবি জানানো হয়। কক্সবাজার মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের
সভাপতি ডাঃ আরিফ বলেন,
ইন্টার্ন রা হাসপাতালের প্রান।বগুড়া মেডিকেলে যা ঘটেছে,তা আমার হাসপাতালেও হতে পারত।হয়ত আজ হয়নি,কিন্তু হতে কতদিন। তাই বগুড়া মেডিকেলের ৪ ইন্টার্ন চিকিৎসকের স্থগিতাদেশ প্রত্যাহার ও চিকিৎসক দের নিরাপদ কর্মসংস্থান এর দাবিতে আমাদের যৌক্তিক সমর্থন। রোগীর জন্য আমরাই থাকব হাসপাতালে, তাই ডাক্তার বাচলে বাঁচবে রোগী।
কর্মবিরতি ও ধর্মঘটরত ইন্টার্ন পরিষদের নেতারা বক্তব্যে বলেন, যতক্ষণ পর্যন্ত এই অন্যায় স্থগিতাদেশ প্রত্যাহার করে সুষ্ঠু সমাধান করা হবে না, ততদিন পর্যন্ত তাদের কর্মবিরতিও অব্যাহত থাকবে বলে জনানো হয়। এইসময় পরিষদের নেতা দের মাঝে সভাপতি ডা:আরিফ ছাড়াও সাধারণ সম্পাদক ডা: রবিন, সিনিয়র সহ-সভাপতি রাজীব দাশ,রোগী কল্যান সম্পাদিকা ডা:মৌরী বক্তৃতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।