বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব:) মাহবুবুর রহমান এ সহায়তা চেয়েছেন। শুক্রবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রীর সাথে দেখা করে এ কথা বলেন। তিনি সালাহ উদ্দিনের বাসায় তার স্ত্রীকে শান্তনা দেয়ার জন্য গিয়েছিলেন।
এসময় তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী যদি না পারে। তাহলে সরকারের এফবিআইয়ের সহায়তা নেয়া উচিত।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও সালাহ উদ্দিনকে খুজেঁ বের করতে না পারায় দেশ ও জাতি স্তম্ভিত। সরকারকেই সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে হবে। কারণ তারা(সরকার) কোনভাবেই এর দায় এড়িয়ে যেতে পারে না।
মাহবুবুর রহমান নিখোঁজ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদকেও এফবিআইয়ের সহায়তা নেয়ার পরামর্শ দেন।
এসময় সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এটা নিশ্চিত। কারণ তখন আশ পাশের অনেকেই তা দেখেছে। তাই জনসম্মুখে একজন রাজনীতিবিদকে তুলে নিয়ে গিয়ে অস্বীকার করায় আমরা হতাশ।
তিনি স্বামী সালাহ উদ্দিন আহমেদকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী নির্দেশনা চান। গতকাল রাতে গাইবান্ধায় সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে যে খবর প্রচার হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, অহেতুক মানুষকে ধোঁকা দেয়া ঠিক নয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।