২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা অপরিবর্তিত

salauddin1

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার কোনো উন্নতি-অবনতি হয়নি। বৃহস্পতিবার থেকে তাকে মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউতে) রাখা হয়েছে।

নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার জানিয়েছেন, সালাহ উদ্দিনের আগের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আরও বেশকিছু পরীক্ষা করা হয়েছে। শুক্রবারও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি আরও জানান, সালাহ উদ্দিন একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। মূত্রনালিতে সংক্রমণ আছে, তার ওজনও কমেছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি শুক্রবার শিলং ত্যাগ করেছেন।

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘এখনো পর্যন্ত সালাহ উদ্দিনের হয়ে আইনী লড়াইয়ের জন্য ওকালতনামায় কেউ সই করেনি। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আইনী প্রক্রিয়া নিয়ে চিন্তা করব।’

৬৩ দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান পাওয়া যায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের। সেখানে রাস্তায় ‘ইতস্তত’ ঘোরাঘুরির সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিলং পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানায় গণমাধ্যমগুলো।

পরিবারের দাবি, অপহরণ করার পর সালাহ উদ্দিনকে শিলংয়ে ফেলে যাওয়া যায়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।