২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

সালাহউদ্দিন আহমদকে দেশে ফেরাতে সরকারের সহায়তার দাবিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Chatra Dall PICTURE

টানা প্রায় দুইমাস ধরে ‘নিখোঁজ’ সালাহউদ্দিন আহমদ ভারতের আসাম রাজ্যের মেঘালয়ের একটি হাসপাতাল থেকে স্ত্রী হাসিনা আহমদকে ফোন করার পর তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। পরে এক সমাবেশে জেলা ছাত্রদল নেতারা সালাহউদ্দিন আহমদকে দ্রুততর সময়ে দেশে ফিরিয়ে এনে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
তবে সালাহউদ্দিন আহমদকে ফিরে পাওয়া ও তাঁর মুক্তির দাবিতে ঘোষিত চলমান কর্মসূচি যথারীতি চলবে বলেও নিশ্চিত করেছেন জেলা ছাত্রদল সাধারন সম্পাদক মনির উদ্দিন।
জেলা বিএনপি কার্যালয় থেকে বিকালে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হন। ওই মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন।
জেলা সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘সালাহউদ্দিন আহমদকে যেভাবেই হোক ভারত থেকে দ্রুততর সময়ে দেশে ফিরিয়ে এনে তাঁর প্রিয় জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে।’
তিনি সালাহউদ্দিন আহমদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক সহযোগিতার আহবান জানান। একই সাথে সালাহউদ্দিন আহমদকে গ্রেপ্তার না দেখিয়ে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সমাবেশে বক্তাগণ সালাহউদ্দিন আহমদকে জীবিত থাকার খবর নিশ্চিত হওয়ার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে যারা সালাহউদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যারা তাঁর জন্য দোয়া করেছেন ও নানা ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওই মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম রিটন, শহর ছাত্রদল যুগ্ম আহবায়ক ফাহিমুর রহমান, আশরাফ ইমরান, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, কায়সার ফারুক, জিয়াউল হক বাবু, সদস্য ইনজামামুল হক বাবুল, আসিফুল হাসান সিফাত, সাজ্জাদ হোসেন সাগর, মোহাম্মদ আরিফ, নুর হোসেন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রুবাব, মহেশখালী শাখা সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কক্সবাজার সরকারী কলেজ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলম, নুরুল আজাদ মানিক, সহ-সাধারণ সম্পাদক আসিফুর রহমান, আবদুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সিটি কলেজ যুগ্ম আহবায়ক শামসুল আলম, ইয়াছিন আরাফাত খোকন, ইমরান হোসেন, সদস্য নাজমুল হুদা শাহেদ ও রাব্বি।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র ছাত্রদল নেতা মোহাম্মদ মুরাদ, ফারুক আজম, হারুনুর রশিদ, মোজাম্মেল হক প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।