২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিন আহমদের সুস্থতা ও মুক্তি কামনায় জেলাব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

Cox dist BNP Yubadal pic 20.03.15
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সুস্থতা ও মুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা কক্সবাজার জেলা সদরসহ প্রতিটি ইউনিয়নের মসজিদে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মন্দির, গীর্জা ও ক্যাং-এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠানে বিএনপি নেতারা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার বিকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল। এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদউদ্দিন ইউসুফ গুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জিসানউদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক সানাউল্লাহ আবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরউদ্দিন মনির, সদর যুবদলের আহবায়ক ফরিদুল আলম, যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল, গিয়াসউদ্দিন আফসেল, নুরুদ্দিন কোম্পানী, অলিউল্লাহ মিন্টু, শরিফউদ্দিন বাবুল, সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জাহেদুল হক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার রোমন, সহ-সভাপতি আবদুর রউফ, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম রিটন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, মোতাহার হোসেন, রফিকুল ইসলাম মিয়াজী, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ তৈয়বউল্লাহ, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্না, পৌর শ্রমিক দল সভাপতি এস্তাক আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, শহর যুবদল নেতা কুতুবউদ্দিন, মশিউর রহমান জুয়েল, সাহেদুল আলম রানা, মোহাম্মদ সাহাবউদ্দিন, আবছার কামাল ও জরীপ আলী প্রমূখ।
জেলা মহিলা দল
জেলা মহিলা দলের উদ্যোগে শুক্রবার সকাল ৭টায় জেলা বিএনপি কার্যালয়ে খতমে বোখারী ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খতিবে আজম আলহাজ্ব মাওলানা আবু তাহের মোনাজাত পরিচালনা করেন। এসময় বিএনপি নেতারা ছাড়াও জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আকতার বকুল, সোমা আকতারসহ মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।
হিন্দু, বৌদ্ধ, খৃস্টান কল্যাণ ফ্রন্ট
হিন্দু, বৌদ্ধ, খৃস্টান কল্যাণ ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহরের বাজারঘাটাস্থ স্থানীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোলন ধর, বলরাম পাল, ছোটন পাল, পরিমল দে, জনি দে ও প্রকাশ দে প্রমূখ।
এছাড়াও কক্সবাজারের প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার মসজিদে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও ক্যাং-এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।