২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

সালাহউদ্দিনের উন্নত চিকিৎসা ও আইনি জটিলতামুক্তির দাবিতে জেলা ছাত্রদলের মাসজুড়ে কর্মসূচি শুরু

Chatra Dall PICTURE 16.05.2015 (Eidghon)

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমদের উন্নত চিকিৎসা, আইনি জটিলতামুক্ত করে দেশে ফেরত আনা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদল তাদের দ্বিতীয়দফা মাসব্যাপি আন্দোলন কর্মসূচি শুরু করেছে। শুক্রবার থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির দ্বিতীয়দিনে বৃহত্তর ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদকে ফিরে পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল বলেন, ‘সালাহউদ্দিন আহমদকে চোখ বন্ধ করে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়ে ফেলে দিয়ে এসেছে এই সরকারেরই কোন বাহিনী। তারা সালাহউদ্দিন আহমদকে দেশের বাইরে ছেড়ে আসলেও দীর্ঘ দুইমাসে বন্দিজীবনে মানসিক ও শারিরিক নির্যাতনে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে যদি উন্নত চিকিৎসা দেয়া না হয় তাহলে শারিরিক অবস্থার অবনতি হবে। বড় ধরণের দূর্ঘটনাও ঘটতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতাকে আমরা সুস্থ শরীরেই দেশে ফেরত চাই। তাই যত ধরণের আইনি জটিলতা হোক না কেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা করে সালাহউদ্দিন আহমদকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এই প্রত্যাশায় করছি।’
প্রধান বক্তা মনির উদ্দিন বলেন, ‘সালাহউদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য তাঁর চাহিদা মতো বিদেশে চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা শেষে দেশে ফিরিয়ে এনে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
ছাত্রদলের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে ঈদগাঁও হাইস্কুল মাঠে ওই সমাবেশ অনুষ্টিত হয়। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন জনি সভাপতিত্ব করেন।
যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত ওই সমাবেশ বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম রিটন।
সমাবেশ শেষে জেলা ছাত্রদল ছাত্রদল নেতাদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল ঈদগাঁও এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও সমাবেশ ও সমাবেশোত্তর মিছিলে উপস্থিত ছিলেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের য্গ্মু আহবায়ক আবুল কালাম বাবুল, জুবাইদুল ইসলাম, তৈয়ব তাহের তানভীর, নওশাদ খান রোকন ও ওসমান গণি ইলি, ঈদগাঁও কলেজ শাখা ছাত্রদলের নওশাদুল ইসলাম শয়ন, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন, সদস্য রমজান আলী, সদস্য মিসবাহ, ইসলামাবাদ ইউনিয়ন আহবায়ক বেদারুল ইসলাম, য্গ্মু আহবায়ক মো. রাসেল ও মো. সোহেল, সদস্য রমজান, ইসলামপুর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদী, যুগ্ম আহবায়ক নুরুল হুদা, মোবারক হোসেন ও আশিকুল ইসলাম সৌরভ, সদস্য রবিউল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মল্লিক, যুগ্ম আহবায়ক জুনাইদ হাসান, মোস্তফা ও মুজিব, পোকখালী ইউনিয়ন সভাপতি আসাদ ইমরান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি ভূট্টো, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন ও সদস্য আজিজ, আলমাছিয়া ফাজিল মাদ্রাসা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুল ইমরান, মোহাম্মদ ইসহাক ও রবিউল ইসলাম, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক তারেকুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।