২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সাহস ও লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই- এমপি কমল

 প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারে শেখ কামাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ ১ম জাতীয় জুজুৎসু বীচ প্রতিযোগীতা ২০২২ এর দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, জীবনের সফলতা আনতে সাহস থাকতে হয়। মনে সাহস ও লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানে এ ক্রীড়া প্রতিযোগীতা হচ্ছে। অন্যতায় বিএনপি-জামাতিরা এটাকে নাজায়েজ বলে ফতোয়া দিয়ে বন্ধ করে দিতো।
এমপি কমল বলেন শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের চিত্র পাল্টে দিচ্ছে। ৭৫ পরবর্তী শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে অন্য কোন সরকার তা স্বপ্নেও দেখেনি। এ উন্নয়ন অগ্রযাত্রায় ক্রীড়া ক্ষেত্রে কক্সবাজারে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামকে আধুনিকী করন, বিকেএসপি প্রতিষ্টা করেছেন। এছাড়া বাফুফে ফুটবল ট্রেনিং সেন্টার, শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স এর মতো প্রতিষ্ঠানও কক্সবাজারে প্রতিষ্ঠা হচ্ছে।
সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজারে এ প্রতিযোগীতা আয়োজনের জন্য বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি- সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান এবং এ আয়োজন সফল করতে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি। এতে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম নিউটন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড জসিম উদ্দিন, ইতালিয়ান নাগরিক ও বিশিষ্ট সমাজসেবক লুজি লুপি, বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক থিনমং। কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিল উদয় শংকর পাল মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার জুজুৎসু প্রতিযোগিরা অংশগ্রহন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।