১৪ এপ্রিল, ২০২৫ | ১ বৈশাখ, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ

সুফল প্রকল্পের ৩১৬ সদস্যের মাঝে প্রায় ৮০ লক্ষ টাকার ঋণ বিতরণ করলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের সাতটি গ্রাম সংরক্ষণ দলের সুবিধাভোগী ৩১৬ জন নারী-পুরুষ সদস্যের হাতে তুলে দিয়েছেন ৭৯ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকার চেক। এসব টাকার মধ্যে প্রত্যেক সদস্য পেয়েছেন ২৫ হাজার ২০০ টাকা করে। ঋণের এসব টাকা দিয়ে সদস্যরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন।
টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের আওতায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্তৃক সাতটি গ্রাম সংরক্ষণ দলের সুবিধাভোগী ৩১৬ জন সদস্যদের (নারী-পুরুষ) মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে এই পরিমাণ টাকা।
শনিবার (১০ জুন) দুপুরে সুফল প্রকল্পের এসব উপকারভোগীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ঋণের টাকার চেক। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো দেলোয়ার হোসেন। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা, পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার, টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘আজ যারা উপকারভোগী হিসেবে ঋণের টাকা গ্রহণ করবেন, তারা হয়তো একসময় বনের ওপরই নির্ভরশীল ছিলেন। এই কারণে দেদার উজাড় হচ্ছিল সংরক্ষিত বনাঞ্চল। তাই সংরক্ষিত বন রক্ষায় সরকার টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে উপকারভোগী হিসেবে সাতটি গ্রাম সংরক্ষণ দলের ৩১৬ জন নারী-পুরুষকে ঋণ হিসেবে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এতে করে তারা বন এবং বনের গাছপালাসহ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।