১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সুয়ারেস-মেসি ঝলকে ব্যবধান কমালো বার্সেলোনা

লুই সুয়ারেসের জোড়া গোলে বার্সেলোনা লা লিগার পয়েন্টে টেবিলে এক লাফে তিন থেকে দুই নম্বরে উঠে এসেছে। রবিবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-১ গোলে হারানোর সুবাদে শীর্ষস্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে কমালো তারা। এ জয়ে কাতালান জায়ান্টরা সেভিয়াকে টপকে রিয়াল মাদ্রিদের পরে জায়গা করে নিল। শীর্ষে থাকা রিয়ালের (৩৭) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট বার্সার। তাদের চেয়ে এক পয়েন্ট দূরত্বে তিনে নেমে গেছে সেভিয়া।

ন্যু ক্যাম্পে সুয়ারেসের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসির নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু আর্জেন্টাইন তারকা দুইবার ব্যর্থ হলে সেই সুযোগ পান তার সতীর্থরা। ৬৭ ও ৬৮ মিনিটে দুইবার এস্পানিওলের গোলমুখে হানা দেন মেসি।

প্রথমবার তার শট প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ডানপাশে ওৎ পেতে থাকা সুয়ারেস নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল করেন। পরের মিনিটে বক্সে ঢুকতে গিয়ে এস্পানিওল ডিফেন্ডারদের বাধার মুখে পড়ে বলের নিয়ন্ত্রণ হারান মেসি। বাঁপ্রান্ত থেকে এবার জর্দি আলবা কোনাকুনি শটে ৩-০ করেন।

তবে খালি হাতে ফিরতে হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে। চোখ ধাঁধানো কৌশলে ৯০ মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে বল সুয়ারেসের দিকে পাস দিয়ে এক দৌড়ে গোলমুখের সামনে চলে যান মেসি। উরুগুইয়ান স্ট্রাইকার তিনজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল তুলে দেন আর্জেন্টাইন তারকার কাছে, বাঁপায়ের আলতো ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর আগে ১৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দূরপাল্লার পাস থেকে গোলমুখ খোলেন সুয়ারেস।

৭৯ মিনিটে এস্পানিওলের পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল করেন ডেভিড লোপেজ।

এ ম্যাচে সুয়ারেস দু্ই গোল ও মেসি এক গোল করে লা লিগার চলতি মৌসুমে যুগ্মভাবে শীর্ষ গোলদাতার আসনে বসলেন। তারা দুইজনেই ১২টি করে গোল করেছেন। দুই গোলের ব্যবধানে তাদের পেছনে ক্রিস্তিয়ানো রোনালদো (১০)। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।