২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মতবিনিময় সভা

‘সূর্যাস্তের পর শূণ্যরেখায় যাওয়া যাবে না’

হাফিজুল ইসলাম চৌধুরী : রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পারাপার, হত্যা, ওপার থেকে এপারে অবৈধ কাঠ, গবাদিপশু আনা ও মাদক পাচার থেকে সবাইকে বিরত থাকার আহবান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম। তিনি রোববার (২৯ অক্টোবর) দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত মতবিনিময় সভায় এ আহবান জানান।
৩১ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সমস্ত অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে স্থানীয়দের আন্তরিক সহযোগিতা দরকার। সূর্যাস্তের পর সীমান্তের শূণ্যরেখায় যাওয়া যাবে না। কারণ রাতে যেকোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ক্ষেত্রে আগের জারিকৃত আইন মেনে চলতে হবে। আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ৩১ বিজিবির মেজর শাহরিয়ার জে.আরফাত, ক্যাপটেন জুনায়েদ হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তসলিম ইকবাল চৌধুরী, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো.ইসমাঈল নোমন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়ন বক্তব্য দেন।
সভায় নাইক্ষ্যংছড়ি এবং রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।