২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

হারবাং আ'লীগের বিশেষ বর্ধিত সভায়-ছরওয়ার আলম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমাবেশ সফল করতে আ’লীগের নেতাকর্মীরা প্রস্তুত

হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ সভায় উপস্থিত আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ১ নভেম্বর বিকালে বিশেষ বর্ধিত সভা স্থানীয় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এমআর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের সদস্য পরিমল বড়–য়া, মাস্টার সাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদিকা জাহানারা বেগম, আওয়ামীলীগ নেতা দিল মোহাম্মদ, গিয়াস উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় চলতিমাসে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের বর্ধিত সভা করার সিদ্বান্ত হয়। সিদ্বান্ত অনুযায়ী ১নং ওয়ার্ড ৭নভেম্বর, ২নং ওয়ার্ড ২৮ নভেম্বর, ৩নং ওয়ার্ড ২৫ নভেম্বর, ৪নং ওয়ার্ড ১০ নভেম্বর, ৫নং ওয়ার্ড ২৬ নভেম্বর, ৬নং ওয়ার্ড ২৭ নভেম্বর, ৭নং ওয়ার্ড ১৭ নভেম্বর,৮নং ওয়ার্ড ২৩নভেম্বর,৯নং ওয়ার্ড ৩০নভেম্বর বর্ধিত সভা হবে।
অনুষ্ঠিত সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক বৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময়উপযোগী ও করণীয় বিষয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম বলেন, আগামী ৪ চার নভেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদেরের আগমনে চকরিয়ার রাজপথের দুইপাশে নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যাতে সেইদিনের মানবপ্রাচীর জনসমুদ্রে রূপান্তরিত করা যায়। এইজন্য এখন থেকে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী প্রস্তুুতি নিয়েছে।

তিনি বলেন, চকরিয়া উপজেলার প্রতিটি জনপদে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। সেইজন্য নেতাকর্মীদেরকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রয়োজনে বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সক্ষম হই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।