২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়া পহরচাঁদায় আ'লীগের সভায়-সালাহ উদ্দিন সিআইপি

সেতুমন্ত্রীকে জেলার প্রবেশদ্বার হারবাংয়ে স্বরণকালের বৃহত্তম অভ্যর্থনা জানানো হবে

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর জনসভা সফল করার লক্ষ্যে চকরিয়ার পহরচাঁদায় প্রস্ততি সভায় বক্তৃতা করছেন- সালাহ উদ্দিন আহমদ সিআইপি।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): আজ ৪ নভেম্বর কক্সবাজারে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সফর উপলক্ষে জেলার প্রবেশপথ মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ে তাঁকে স্মরণকালের বৃহত্তম অভ্যর্থনা জানানোর প্রস্তুতি গ্রহণ করেছে চকরিয়াস্থ কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ উপলক্ষে গতকাল ৩ নভেম্বর চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদায় আওয়ামীলীগের উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমদ সিআইপি। তিনি বলেন, সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তি এবং বাংলাদেশ আওয়ামীলীগের অদ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তিত্ব। তাঁকে আমরা বিপুল জনসমাগমের মাধ্যমে জেলার প্রবেশপথ হারবাং ইনানী রিসোর্ট এর সামনে বিশাল আয়োজনে অভ্যর্থনা জানাবো। তিনি বলেন- বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে জননেত্রী শেখ হাসিনা যে দূরদর্শীতার পরিচয় দিয়েছেন, তা ইতিহাসে বিরল হয়ে থাকবে এবং এ কারণে তিনি মানবতা মা হিসেবে খ্যাতি অর্জণ করেছেন। সিআইপি সালাহউদ্দিন আগামী কালের পথসভাকে বিশাল জনসমুদ্রে পরিণত করতে, চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের আওয়ামীলীগ নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
সভার শুরুতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকান্ডের শিকার জাতীয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহামেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ.এইচ.এম. কামরুজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনাথেৃ এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে সাবেক পৌর প্রশাসক এডভোকেট আমজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহামেদ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিতুন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ এ.কে.এম. গিয়াস উদ্দিন, অ-বিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামীলীগ সদস্য এস.এম. গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শহিদ উল্লাহ। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, বরইতলী কৃষকলীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ আলী, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দারুচ্ছালাম রফিক সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।