কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১০ জন রাখাইনকে আটক করেছে নৌ বাহিনী।
বৃহস্পতিবার ভোরে এদের আটক করা হয়। দুপুরে এ ১০ জনকে টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ থানার ওসি (তদন্ত) শফিউল আজম জানান, নৌ বাহিনীর সদস্যরা
সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে আটক ১০ জন রাখাইনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আটক ১০ রাখাইনকে নিয়ে ভিন্ন কথা বলেছেন টেকনাফের শাহপরীরদ্বীপস্থ করিডোরের ব্যবসায়ীরা।
গরু আমদানীকারক ব্যবসায়ী আবু সৈয়দ জানিয়েছেন, বুধবার এরা মিয়ানমার থেকে গরু নিয়ে করিডোরে আসেন। এ সংক্রান্ত কাগজ পত্র দেখানোর পরও এদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এটা হলে মিয়ানমার থেকে গরু আমদানী বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।