টেকনাফ সেন্টমার্টিনে সৈকত ও বাজারের আশপাশে অভিযান চালিয়ে শাতধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে ৫ পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। এ অভিযানে সহায়তা করে সেন্টমার্টিন ফাড়িঁর পুলিশ ও বীচ কর্মিরা। এ সময় উপস্থিত ছিলেন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমেদসহ ইউপি সদস্যরা।
অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তারই সুত্রে ধরে মঙ্গলবার টানা প্রায় ৮ ঘন্টা অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু তাই নই, দ্বীপে ভ্রমনে আসা দেশি-বিদেশী পর্যটকদের সুবিধার্থে নিয়মিত তদারকি করা হবে, যেন বাজার ও সৈকতের ওপর কোনও অবৈধ স্থাপনা বসতে না পারে। এ ছাড়া, এই এলাকার সড়কগুলোয় যেন যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিং ও উচ্ছেদ করা হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।