বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সাগর থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। শনিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের সেন্টমার্টিন ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল বিন রশীদ জানান, মিয়ানমার থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ পাচারকারীরা সমুদ্রপথে বাংলাদেশে প্রবেশ করছে এমন তথ্য পায় কোস্টগার্ড। এসময় অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা না গেলেও ইয়াবাগুলোউদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
ৃ
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।