২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সেরা দশে মুশফিক-মাহমুদউল্লাহ

সেরা দশে মুশফিক-মাহমুদউল্লাহ

বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর শেষে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে উজ্জ্বল দু’টি নাম মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় তালিকার ৯ নম্বরে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চমে।

মাহমদুউল্লাহ রিয়াদ ৬ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৬৫ রান। যা কিনা ক্রিকেট বিশ্বকাপের কোনো একটি আসরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এক ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২৮ রান। পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রিয়াদ। সেরা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপ্তিল। টুর্নামেন্ট শেষে তিনি সংগ্রহ করেছেন ৫৪৭ রান। এ ছাড়া দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা (৭ ম্যাচে ৫৪১ রান)। ‍তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৭ ম্যাচে ৪৮২ রান)।

এদিকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিক উইকেটের পেছনেও ছিলেন দুর্দান্ত ছিলেন। ৮টি ডিসমিসাল নিয়ে আসরের সর্বোচ্চ ডিসমিসাল তালিকায় যৌথভাবে ৫ নম্বরে রয়েছেন তিনি। মুশফিক নিয়েছেন ৭টি ক্যাচ, করেছেন ১টি স্ট্যাম্পিং। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে নিয়েছিলেন ৪টি ক্যাচ। ডিসমিসালের পাশাপাশি ব্যাট হাতেও কম যাননি মুশফিক। ৬ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরিসহ মোট ২৯৮ রান করেছেন তিনি; সর্বোচ্চ ৮৯ রান এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে। বিশ্বকাপে এটাই মুশফিকের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

সর্বোচ্চ রান

নাম ম্যাচ রান

মার্টিন গাপটিল ৯ ৫৪৭

কুমার সাঙ্গাকারা ৭ ৫৪১

এবি ডি ভিলিয়ার্স ৮ ৪৮২

ব্রেন্ডন টেলর ৬ ৪৩৩

শিখর ধাওয়ান ৮ ৪১২

স্টিভেন স্মিথ ৮ ৪০২

তিলকরত্নে দিলশান ৭ ৩৯৫

ফাফ ডু প্লেসি ৭ ৩৮০

মাহমুদউল্লাহ ৬ ৩৬৫

সর্বোচ্চ ডিসমিসাল

নাম ম্যাচ ডিসমিসাল

ব্র্যাড হ্যাডিন ৮ ১৬

মহেন্দ্র সিং ধোনি ৭ ১৫

দিনেশ রামাদিন ৭ ১৩

লুক রনকি ৯ ১৩

ম্যাথু ক্রস ৬ ১০

কুইন্টন ডি কক ৮ ১০

উমর আকমল ৭ ৮

জস বাটলার ৬ ৮

মুশফিকুর রহিম ৬ ৮

– See more at: http://www.thereport24.com/article/96628/index.html#sthash.Rgksoy9D.dpuf

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।