২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সোনাদিয়ায় র‌্যাবের সাথে গোলাগুলিতে জাম্বু বাহিনীর প্রধান নিহত: অস্ত্র-গুলি উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় র‌্যাবের সাথে গোলাগুলিতে জাম্বু বাহিনীর প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বু নিহত হয়েছে। এসময় দেশী তৈরী ৪৪টি অস্ত্র ও ১২১৫টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ (১৯ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় সোনাদিয়াস্থ পুর্বপাড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় অন্যান্য জলদস্যুরা পালিয়ে যায়।

র‌্যাব-৭এর কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহেশখালী উপজেলার সোনাদিয়া পূর্ব পাড়া এলাকায় অভিযানে নামেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভূক্ত জলদস্যু মোকারম হোসেন ও তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় র‌্যাবের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এভাবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় গোলাগুলি চলে। এক পর্যায়ে জাম্বু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে জাম্বু বাহিনীর প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বু মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ৪৪টি দেশীয় তৈরী অস্ত্র ও ১২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের মেজর মো: রুহুল আমিন আরো জানান, মোকারম হোসেন জাম্বুর বিরুদ্ধে সাগরে দস্যুতা, ডাকাতি, ধর্ষণ সহ ১২টি মামলা রয়েছে। সে একজন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভূক্ত জলদস্যু। সে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট দস্যুতা সহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।