২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায়-আলহাজ জাফর আলম

সোনার বাংলা বির্নিমানে সকল আন্দোলন-সংগ্রামের ইতিহাসের নাম ছাত্রলীগ

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা শাখা ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে গতকাল ৪ জানুয়ারী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন সকালে চকরিয়া শহরে বিশাল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও ছাত্রসমাবেশের মধ্যদিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
চকরিয়া পৌরবাস টার্মিনাল থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রাটি নেতৃত্ব দেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।শোভাযাত্রাটি চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে পরে ছাত্র সমাবেশে মিলিত হয়। এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সুচনা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ও ছাত্রসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, মিফতাব উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও পৌর ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ সহ সহযোগি সংগঠনের পাশাপাশি পৌর ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে অংশগ্রহন করেন।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারমান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, ছাত্রলীগের ইতিহাস মানে বাঙ্গালি জাতির বিজয়ের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে ছাত্র-জনতার বেঁেচ থাকার অনুপ্রেরণার ইতিহাস। ১৯৭১ সালে নরঘাতক পাকিস্তানী শাসকগোষ্টির কবল থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করার পেছনে স্বাধীনতার স্বপক্ষের এই ছাত্র সংগঠনের অবদান ইতিহাসে অনন্য দলিল হিসেবে লিপিবদ্ধ রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে সকল আন্দোলন-সংগ্রামের অনন্য ইতিহাস রয়েছে ছাত্রলীগের।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন, ছয়দফার আন্দোলনসহ দেশের প্রয়োজনে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছেন। আমাদেরকে ছাত্রলীগের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করতে হবে। সত্যিকার অর্থে ছাত্রলীগের আর্দশ ধারণ করতে হবে। এইজন্য প্রতিটি ইউনিটে ছাত্রলীগের কমিটিতে পড়–য়া শিক্ষার্থীদেরকে স্থান দিতে হবে। তৃনমুলে ভাল নেতৃত্ব বিকশিত করতে হবে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সেবকের ভুমিকা পালন করতে হবে। যেমন ৭১ সালে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী জাতির পিতার ভ্যানগার্ড হিসেবে দক্ষতার সাথে কাজ করে সফলতার স্বাক্ষর রেখেছিলেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে তিনি ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির পিতার আর্দশ অনুসরণ করে দলের জন্য কাজ করতে আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।