বার্তা পরিবেশক:
ইউএনডিপি একস্যালেটর ল্যাব এর আর্থিক সহায়তায় উত্তরণ কতৃর্ক বাস্তবায়িত” পাইলটিং ব্লু ইকো নামি কম্পোন্টেস ফর ক্রিয়েটিং ইকনমিক অপারচুনিটিস ( পি বি ই সিসি ই ও) প্রকল্পের স্ট্রীটফুড ও ড্রাই ফিস প্রশিক্ষাণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও সাপোর্ট প্রদান অনুষ্ঠানটি আন্দদ মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গন কক্সবাজারে সম্প্রতি অনুষ্ঠিত হয়। স্ট্রিট ফুড প্রশিক্ষাণার্থীদের ৩০ জনের প্রতি জনকে স্বাস্থ্য সম্মতভাবে ব্যবসা করার জন্য একটি করে ভ্যান ও এক জোড়া এ্যাপর্ন, ২ টি টুপি, ১ জোড়া হ্যান্ডগ্লোবস ও ১ টি হ্যান্ডটাওয়েল বিতরণ করা হয়। ড্রাই ফিস প্রশিক্ষাণার্থীদের ২০ জনের মাঝে – প্রতি জনকে ২ টি মাছ শুকাবার জন্য মশারী , একটি ওয়াশিং কন্টিনার, একটি প্যাকেজিং মেশিন, একটি ওজন মাপার মেশিন, ২ জোড়া হ্যান্ডগ্লোবস, এক জোড়া মাছ পরিস্কার করার ব্রাশ, এক জোড়া ওয়াশ এবল ক্যাপ, ট্রান্ডপেপারেন্ট, প্লাষ্টিক ব্যাগ ২০ টি, রাইস প্লাষ্টিক ব্যাগ ২০ টি, ত্রিপল ১ টি ও মসকুইটো নেট ১ টি বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি, আবু মোরশেদ চৌধুরী খোকা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন এথিন রাখাইন সাবেক সংসদ সদস্য ( সংরক্ষিত মহিলা আসন) কক্সবাজার—৩, কক্সবাজার চেম্বার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালক, আবিদ আহাসান সাগর , কক্সবাজার ওইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সিনিয়র সহ—সভাপতি, মনোয়ারা পারভীন।
ইউএনডিপি এর হেড অফ সাব— রবার্ট স্টল ম্যান, মিজানুর রহমান, একস্যালেটর ল্যাব ইউএনডিপি, দিপ্তী শর্মা— সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সহকারী পুলিশ সুপার ( টুরিষ্ট) শেহরিন আলম।
উপস্থিত বক্তাগণ কক্সবাজারে এ ধরনের একটি উদ্যেগের প্রশংসা করেন এবং প্রকল্পটি নারীর ক্ষমতায়নের মাধ্যমে কক্সবাজারে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রকল্পের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রƒতি ব্যাক্ত করেন।
পুলিশ সুপার শেহরিন আলম নারী উদ্ব্যক্তাদের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রম্নতি ব্যাক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনডিপি এবং উত্তরণের প্রশংসা করে বলেন যে, কক্সবাজারের নারী উদ্ব্যক্তাদের বিকাশ এবং স্বাস্থ্য সম্মত স্ট্রিট ফুড প্রডাকশন এবং বিক্রয় এর ব্যবস্থা,সেই সাথে স্বাস্থ্য সম্মত উপায়ে শুটকি উৎপাদন ও বিপণে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ণে অনেক বড় ভূমিকা রাখবে। পাশা পাশি কক্সবাজারের সামাজিক জীবন মানের উন্নয়ণ ঘটবে। তিনি প্রতিশ্রম্নতি দেন যে, তিনি সার্বক্ষণিক এই নবীন ব্যবসায়ীদের পাশে থাকবেন। আবিদ হাসান সাগর বলেন যে, এই ভাবে স্বাস্থ সম্মত উপায়ে শুটকি উৎপাদন বৃদ্ধি করতে পারলে ভবিষ্যতে কক্সবাজারের শুটকি ব্যবসায়ীরা আন্তর্জাতীক বাজারে তাদের উপস্থিতি বাড়াতে পারবে।
এথিন রাখাইন ইউএনডিপি এবং উত্তরণ কতৃর্ পক্ষকে কক্সবাজারের নারী উদ্ব্যক্তদের জন্য এত চমৎকার প্রকল্প গ্রহণ করার জন্য ধন্যবাদ ঞ্জাপন করেন । নারী ক্ষমতায়নে যা বিশেষ ভূমিকা রাখবে এই প্রকল্পের কার্যক্রমে তার সহযোগিতা অব্যহতি রাখবেন। রবার্ট স্টল ম্যান , এই প্রকল্পের উদ্যেক্তদের জন্য শুভ কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন শাহারিয়া পারভীন লাকী, প্রকল্প সমন্বয়কারী পি বি ই সিসি ই ও প্রকল্প , উত্তরণ। তিনি অতিথি বৃন্দকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং উদ্ব্যক্তদের কে দৃড় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।