বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা বলেন।
এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়; কিন্তু যখন হিসাব করা হয় তখন দলীয়ভাবেই হিসাব করা হয়। পত্র-পত্রিকাগুলো সেভাবেই লেখে। তাই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে ব্যবস্থা করা উচিত। এই বিষয়টা জরুরিভাবে করা উচিত।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আসার মধ্য দিয়ে বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা প্রার্থী দিয়েছে। এখন নির্বাচনে আসার পর যদি পিছু হটার ছুতা খোঁজে এবং লেভেল প্লেয়িং ফিল্ডের সুর তোলে তাহলে তা গ্রহণযোগ্য হবে না। কারণ বিএনপির দৃষ্টিতে কোনটা কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তা বোধগম্য নয়।
নির্বাচনের সময় নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই ব্যবস্থা নিতে পারবে। কমিশন সুষ্ঠু নির্বাচন করতে যে ধরনের সহায়তা চাইবে সরকার সেভাবেই কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্দোলনকে নাশকতার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ জানে এখন নাশকতা ছাড়া বিএনপির রাজনৈতিক কোনো আন্দোলন নেই। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, তার এই কর্মসূচি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। এটাই হবে তার কথিত আন্দোলনের ‘যৌক্তিক পরিণতি’।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।