২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেয়া না হলে এনজিও প্রতিষ্ঠানকে ঢুকতে দেয়া হবে না- এমপি বদি

বিশেষ প্রতিবেদকঃ সীমান্তের দু’উপজেলায় স্থানীয়রা এখন সংখ্যালঘু উল্লেখ করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, ক্যাম্পে চাকুরির ক্ষেত্রে ৮০ শতাংশ স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। কারণ এখানকার মানুষ নিজেদের অসুবিধায় ফেলেই নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এতে স্বাভাবিক চলাফেরাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অধিক মূল্য গুনতে হচ্ছে এখানকার অধিবাসীদের। একারণে অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে এখন আর্থিকসহ নানা সংকট দেখা দিয়েছে। তাই স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীদের যোগ্যতা মাপিক চাকুরিতে অগ্রাধিকার না দিলে কোন এনজিও প্রতিষ্ঠানকে উখিয়া-টেকনাফে কাজ করতে দেয়া হবে না। এর বিপরীতে কোন সমস্যার সম্মুখিন হতে হলেও দু:খ নেই বলে উল্লেখ করেন তিনি।

রবিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বদি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় সাংসদ আবদুর রহমান বদি আরো বলেন, উখিয়া-টেকনাফ আমার এলাকা। এখানকার মানুষ যাতে অধিকার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা আমার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানা ক্ষতির সম্মুখিন হয়েছে। তাই রোহিঙ্গা ক্যাম্প গুলোর এক কিলোমিটারের মধ্যে যেসব স্থানীয় মানুষ রয়েছে তাদের ভিজিএফ এর আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা প্রয়োজন। নচেৎ শুষ্ক মৌসুমে পরিস্থিতি ভয়াবহতায় রূপ নিতে পারে। মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে নানা রোগ। তাই এখন থেকে এ বিষয়ে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে। উদ্ভট দুর্গন্ধ রোধে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় নিয়মিত মেডিসিন দিতে হবে।

তিনি উখিয়া-টেকনাফের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জেলা আওয়ামীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার বরাবর জীবন বৃত্তান্ত দেয়ার আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্ণেল আনোয়ারুল ইসলাম ও কক্সবাজার পৌসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উখিয়া-টেকনাফের স্থানীয় সূত্র জানায়, পূর্বের এবং চলমান সময়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দশ লাখাধিক রোহিঙ্গাদের উপলক্ষ করে উখিয়া-টেকনাফের অর্ধডজনাধিক রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে অসংখ্য জিও-এনজিও এবং আন্তর্জাতিক নানা প্রতিষ্টান। স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসনসহ জীবন সম্পর্কিত নানা প্রকল্প নিয়ে এসব প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে কয়েকজ হাজার কর্মকর্তা ও কর্মী। কিন্তু এখানে অধিকাংশই নিয়োগ পান বিদেশীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীরা আবেদন দিলেও অধিকাংশ সময় বিভিন্ন অজুহাতে তাদের চাকুরিতে নেয়া হয় না। এনিয়ে ইতোমধ্যে একাধিকবার মানববন্ধনসহ স্মারকলিপি দিয়েছে স্থানীয় বঞ্চিতরা। এরা প্রায় সময় এমপি ও স্থানীয় অন্য জনপ্রতিনিধিদের কাছে এনিয়ে বার বার ধর্ণাদেন। এ কারণে সাংসদ বদি ক্যাম্পে কাজ করতে অনুমতি পাওয়া জিও-এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে চাকুরির ক্ষেত্রে স্থানীয়দের ৮০ শতাংশ হারে নিয়োগের দাবি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।