২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

স্পেন-ইতালির বড় জয়

spainবিশ্বকাপ বাছাই পর্বে বড় জয় পেয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। শনিবার ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন ৪-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে মেসিডোনিয়াকে। ইতালির জয়টাও একই ব্যবধানের। লিখটেনস্টেইনকে ঘরের মাঠে বড় ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরে আজ্জুরিরা।

গত এক দশকে ফুটবল বিশ্বে রাজত্ব করেছে স্পেন। কিন্তু সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি তাদের। বিশেষ করে ব্রাজিল বিশ্বকাপে একেবারেই নিস্প্রভ ছিল লা রোজারা। তবে ব্যর্থতা থেকে বেরিয়ে রাশিয়া বিশ্বকাপেই স্বরুপে ফিরতে মরিয়া ভিসেন্তে দেল বস্কের দল। সেই লক্ষ্য নিয়েই বাছাইপর্বের মিশন শুরু করেছে তারা।

শনিবার নিজেদের মাঠে মেসিডোনিয়ার বিপক্ষে প্রথমে কিন্তু আত্নঘাতি গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচের ৩৪ মিনিটে গোল করে মেসিডোনিয়ার খলনায়ক বনে যান ডার্কো ভেলকোস্কি। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। বিরতির পরই অবশ্য আসল স্পেনের দেখা মেলে। মাত্র ২২ মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ায় স্পেন। ম্যাচের ৬৩ মিনিটে মাচিন পেরেজ স্পেনের ব্যবধান দ্বিগুন করেন। এরপর ৮৪ ও ৮৫ মিনিটে দুই গোল করে স্পেনকে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে সহায়তা করেন নাচো মোনারেল এবং আর্তিজ আদুরিজ।

দিনের অন্য ম্যাচে ইতালিকে স্বাগত জানায় লিখটেনস্টেইন। কিন্তু বড় পরাজয় থেকে রক্ষা হয়নি স্বাগতিকদের। তবে ইতালির ৪-০ ব্যবধানের বড় জয়ের সবকটি গোলই অবশ্য প্রথমার্ধের! আজ্জুরিদের হয়ে জোড়া গোল করেন আন্দ্রিয়া বেলোত্তি। ম্যাচের ১১ এবং ৪৪ মিনিটে গোল দুটি করেন তিনি। এর মাঝে ১২ মিনিটে সির্কো ইম্মোবিল এবং ৩২ মিনিটে গোল করেন অ্যান্তোনিও কান্দ্রেভা।

এই জয়ের ফলে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইতালি। কিন্তু পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পেন।

দিনের অন্যান্য ম্যাচে ক্রোয়েশিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে, তুরস্ক একই ব্যবধানে হারায় কোসোভোকে। এছাড়া ইজরাইল ৩-০ গোলে আলবেনিয়াকে এবং ইউক্রেন ১-০ গোলে ফিনল্যান্ডকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এছাড়া জর্জিয়া-মোলদোভার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।