২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্বাধীনতা কুটির শিল্প ও বাণিজ্য মেলাা উদ্বোধন

IMG_0774
অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহ এস এম হাবিবুর রহমান বলেছেন, স্বাধীনতার প্রত্যেকটা ইতিহাস ঘূর্ণাক্ষরে ধরে রাখতে হবে। স্বাধীনতা মেলা উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুৃক্তিযুদ্ধ সম্পর্কে আরো অবগত হতে পারবে। তাই ইতিহাস ধরে রাখার জন্য স্বাধীনতা মেলার প্রয়োজন। ১২ মার্চ বিকেলে কলাতলীতে স্বাধীনতা কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহর আওয়ামীলীগের সভাপতি ও মেলা বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, যারা দেশে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে তারা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাস করেনা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় অন্তত হাজারো নাশকতাকারী এ্রই মধ্যে চিহ্নিত হয়ে গেছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি স্বাধীনতার এই মেলা মুক্তিযোদ্ধের সব ইতিহাস ধরে রাখতে অনেক বেশি সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক পৌর মেয়র ও স্বাধীনতা মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল আবছার চেয়ারম্যানের সভাপতিত্বে ও ১২ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগ নেতা শাহেদ আলী শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ কাজী মোর্শেদ আহমদ বাবু, মেলা বাস্তবায়ন কমিটির সদস্য মোশারফ হোসেন দুলাল, পৌর আওয়ামীলীগ নেতা এবি ছিদ্দিক খোকন, শহর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসাইন তানিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।