২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্বাধীনতা দিবসে মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

নিজস্ব প্রতিনিধি:

স্বাধীনতা দিবসে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।

আজ ২৬ মার্চ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সকলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এতোদিন বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তেমন কোন ব্যবস্থা ছিলো না। তাই বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকেই জাতির পিতার প্রতিকৃতিটি স্থাপন করা হয়। স্বাধীনতা দিবসে বিদ্যালয় প্রাঙ্গণ বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে।

তিনি আরো জানান, এ বছর বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনার এর আদলে একটি শহীদ মিনার স্থাপন করা হয়েছো। জেলার কোথাও কোন বিদ্যালয়ে এ ধরনের শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নেই।

এ বিষয়ে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় জেলার প্রথম মাধ্যমিক বিদ্যালয় যেখানে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হয়েছে। এ প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর প্রতি জানার আগ্রহ ও শ্রদ্ধা দুটাই বৃদ্ধি পাবে। জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা উচিত বলে মনে করেন তিনি।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন একটি চমৎকার উদ্যোগ। এ ধরনের উদ্যোগকে আরো বেশি উৎসাহিত করা দরকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।