২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

স্বাধীনতা বিরোধীদের নামে সড়ক-স্থাপনার নামকরণের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে

22
স্বাধীনতা বিরোধীদের নামে সকল স্থাপনার নামকরণ প্রত্যাহার করে দ্রুত সময়ে স্থাপনাসমূহের নাম শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ সহ যে সব স্থাপনার নাম ইতোমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে করা হয়েছে (বিজয় স্মরণি, শহীদ স্মরণি, মুক্তিযোদ্ধা স্মরণীসহ) তার নামফলক স্থাপন করতে হবে এবং শহীদ স্মৃতিস্তম্ভেব বাদ পড়া কক্সবাজারের শহীদদের নাম অর্ন্তভূক্তির দাবীতে এক সংবাদ সম্মেলন সোমবার বেলা ১২টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাধীনতাবিরোধীদের নাম সড়ক-স্থাপনা নামকরণ প্রতিরোধ ছাত্র মঞ্চ কক্সবাজারের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব। লিখিত বক্তব্যে দক্ষিন রুমালিয়ায় শহীদ সুভাষ-ফরহাদের হত্যাকারী, স্বাধীনতা বিরোধী, স্বঘোষিত রাজাকার মাহামুদুল হক ওসমানী প্রকাশ মোহাম্মদ চেয়ারম্যানের নামে সড়ক নামকরণের যে সিদ্ধান্ত কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ নিয়েছে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী। সংবাদ সম্মেলনে যে সব চিহ্নিত রাজাকারের নামে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ সড়কের নামকরণ করেছে (যথাক্রমে – এবিসি সড়ক, এ ছালাম সড়ক, সিরাজ আহমদ নজির সড়ক, এমএ জলিল চত্বর) তাদের স্বাধীনতা বিরোধী বিভিন্ন কর্মকান্ডের তথ্য তুলে ধরা হয়। এসময় সংবাদ সম্মেলন থেকে ২৪ জুন বুধবার বিকাল ৩টায় কক্সবাজার পৌরসভা চত্বরে গণঅবস্থান ও সংহতি সমাবেশ এবং ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা কার্যালয় ঘেরাও পরবর্তী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচীর ঘোষণা করা হয় । সংবাদ সম্মেলনে জাসদ, যুব ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী কক্সবাজার সরকারি কলেজ শাখা, খেলাঘর, প্রজন্ম মঞ্চ, আলোর মিছিল, সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ, তেল-গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন প্রগতিশীল ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন পরবর্তী এক বিক্ষোভ মিছিল শহরের পৌরসভা কার্যালয় প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব। জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রাজিব দে রাজু, শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগের আহবায়ক ইসমাইল সাজ্জাদ, জালাল উদ্দিন মিটু, সাখাওয়াত হোসেন মিল্টন, রউফ উন নেওয়াজ ভুট্টো, মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াজেদ আলী মুরাদ, কক্সবাজার সরকারি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, পলিটেকনিক ইন্সঃ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খোকন, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি অনুপম চক্রবর্তী, সাধারণ সম্পাদক শয়ন বিশ্বাস, পলিটেকনিক ইন্সঃ সভাপতি মুরিদুল ইভান, সদর উপজেলার সমন্বয়ক পাভেল দাশ, সিটি কলেজ সংসদের সভাপতি রাহুল মহাজন, শহর সংসদের সাংগঠনিক সম্পাদক আবীর আচার্য্য, ছাত্রনেতা অরুপ বড়–য়া, রাফিদ আবদুল্লাহ, লিমন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।