২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে ৯৯৯ এ ফোন পথচারীর, পরে গণমাধ্যমে প্রকাশ পেল সংঘবদ্ধ ধর্ষণ!

কক্সবাজার প্রতিনিধি: 
কক্সবাজার শহরের শহীদ স্মরণী রোডে এক নারীর সঙ্গে তার স্বামীর ঝগড়া হচ্ছে। পথচারীরা কোনভাবে সেটি থামাতে না পেরে ফোন দেন পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ। তারপর পুলিশ এসে তাদের বিরোধ মিটিয়ে ওই নারীর কোন বক্তব্য থাকলে তা লিখিত দিতে বলেন। কিন্তু না দিলেও এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে এক নারীকে আদালতপাড়া থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অভিযোগ না পাওয়ার বিষয়টি সোমবার বেলা ১১ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম উদ্দিন। তিনি জানান, রোববার বিকেলে শহরের শহীদ স্মরণী সড়কে এক নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া, মারামারি করছিলেন। তা থামাতে না পেরে ৯৯৯ এ ফোন দেন এক পথচারী। তারপর পুলিশ গিয়ে ওই ঘটনা থামিয়ে নারীকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি কোন অভিযোগ এখনো দেননি। তাই বিষয়টি আমরা এখনো কোন কার্যক্রম করছি না। অভিযোগ পেলে তখন ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থলে যাওয়া কর্মকর্তার বরাত দিয়ে ওসি তদন্ত বলেন, প্রাথমিকভাবে তাদের মধ্যে পূর্বের বিরোধে মারামারির ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ যেভাবে দেন সেভাবে আমরা তদন্ত করে দেখবো।
একই কথা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলামের। তিনি জানান, আমি ছুটিতে আছি।কিন্তু খবর আছে ৯৯৯ এ ফোন পেয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া থামিয়ে ওই নারীকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু কিছু গণমাধ্যমে আমার বক্তব্যটিও ভুলভাবে উপস্থাপন হয়েছে। যা কখনোই কাম্য নয়।
এর আগে, কক্সবাজারের আদালত পাড়া থেকে তুলে নিয়ে অস্ত্র ঠেকিয়ে এক অসুস্থ তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। সোমবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে আদালত পাড়ার মসজিদ মার্কেটস্থ আইনজীবী চেম্বারের সামনে থেকে তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাহারছড়ায় এক বাড়িতে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে আইনজীবীর সাথে কথা বলতে এসে তিনি দুর্বৃত্তদের হাতে এ নেক্কারজনক ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন গণমাধ্যমের কাছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।