২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

স্মার্ট কার্ড নিতে চোখের আইরিশ ও আঙুলের ছাপ লাগবেই

স্মার্ট কার্ড নিতে নাগরিকের চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশন সচিবালয়ের দেওয়া প্রস্তাব নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার ইসি সচিবালয় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়াই স্মার্ট কার্ড বিতরণের প্রস্তাব করে। কিন্তু মঙ্গলবার কমিশন সভায় ওই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়ায় স্মার্ড কার্ড বিতরণ করার প্রস্তাব আমি ও এনআইডির উইং কমিশন বৈঠকে উপস্থাপন করি। দ্রুত স্মার্ট কার্ড বিতরণ করতে এ প্রস্তাব দেওয়া হলেও কমিশন বৈঠকে তা বাতিল করা হয়।’

এর আগে বৃহস্পতিবার ইসি সচিব জানিয়েছিলেন, প্রকল্পের নির্ধারিত মেয়াদে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ করতে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়ার পক্ষে ইসি সচিবালয়। এছাড়া মামলার জটিলতার কারণেও আইরিশ ও দশ আঙুলের ছাপ সংক্রান্ত মেশিন শিগগিরই কেনা সম্ভব হচ্ছে না। এ জন্য আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়াই আগামীতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। কারণ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণের কথা রয়েছে। আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করতে গেলে ওই সময়ের মধ্যে তা সম্ভব হবে না।

উল্লেখ্য, চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়ার প্রস্তাবের পর সমালোচনার মুখে পড়ে ইসি। কারণ চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড বিতরণ করলে এর মূল উদ্দেশ্যে ব্যাহত হবে। বিদ্যমান লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড দিলে দৃশ্যমান কোনও পার্থক্য থাকতো না। এছাড়া ইসি সচিবালয়ের এই ঘোষণায় ক্ষুব্ধ হন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশন। এ কারণেই মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায়   সচিবালয়ের দেওয়া প্রস্তাব নাকচ করে ইসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।