২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সড়ক অবরোধ ও ভাংচুর মামলা হতে নিরীহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাদ না দিলে কঠোর কর্মসূচী


টেকনাফে পুলিশী অভিযানে নিরীহ দুই সহোদর ব্যবসায়ীকে আটকের জেরধরে সংগঠিত সড়ক অবরোধ ও ভাংচুর মামলায় নিরীহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও ব্যবসায়ীদের আসামী করে হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে খারাংখালীবাসী। এতে তারা দাবী করেন আগের স্থানীয় জামায়াত-বিএনপির কিছু নেতা-কর্মী এখন বাঁচার জন্য প্রশাসনের সোর্স পরিচয়ে নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে সড়ক অবরোধ ও ভাংচুর নাটক সাজিয়ে স্থানীয় নিরীহ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। উক্ত মামলা হতে নিরীহ লোকজনকে বাদ দেওয়া না হলে আগামীতে বড় ধরনের কর্মসূচীর মাধ্যমে আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়েছে।
৪মে বিকাল সাড়ে ৪টায় উপজেলার হোয়াইক্যং খারাংখালীস্থ ক্রীড়া পরিষদের কার্যালয়ে এলাকাবাসী আয়োজিত সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুবলীগের যুগ্নআহবায়ক শেখ শাহ আলম,উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম লালুর মেয়ে ইয়াছমিন আক্তার। এসময় পুলিশের হাতে আটক দুই নিরীহ ব্যবসায়ীদের স্ত্রী,মুরুব্বী নুর আহমদ, রহমত করিম,সোলতান আহমদ,মনিরুজ্জামান,মোঃ ইলিয়াছ,মোঃ মুছা,আরফাত,নজির আহমদ,হাজী কালা মিয়া,নুর হাশিম,দুদু মিয়া,আব্দুর রহিম আব্দু,মুফিজ আলম,আব্দুস সালাম,ফয়েজ উদ্দিন,মোঃ সোহেল,হাফেজ আহমদ,হেলাল উদ্দিন,খুইল্যা মিয়াসহ শতাধিক ব্যক্তি,দোকানদারগণ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন,ঘটনার দিন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম লালু নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিল,মমতাজ বেগম কর্মচারীদের জন্য ভাত নিয়ে যাচ্ছেন আর তাদের ছেলে চট্টগ্রাম ভার্সিটিতে অধ্যয়নের সুবাদে সেখানে অবস্থান করছিল। ঘটনা চলাকালে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুবলীগের যুগ্নআহবায়ক শেখ শাহ আলমকে পুলিশ ঘর থেকে ডেকে নিয়ে সর্বাতœক সহায়তা নেওয়ার পাশাপাশি জব্দ তালিকায় স্বাক্ষর নিয়েছে। এরপরও বিশেষ মহলের ইন্দনে তাকে আসামী করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্নআহবায়ক রবিউল হাসান রবি,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন জিকু,স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফেজ আহমদ,ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালামসহ নিরীহ অনেক ব্যবসায়ীদের আসামী আসামী করা হয়েছে। যা সাবেক জামায়াত-বিএনপির নেতা-কর্মী সুযোগ সন্ধানী দালালদের কারসাজিতে আওয়ামী লীগ সরকার ও প্রশাসনের মধ্যে বিভেদ সৃষ্টি করার গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। প্রকৃত ঘটনা হল,২মে ভোররাতে দালালের ইন্দনে নিরীহ বিকাশ ব্যবসায়ী আব্দুস সালাম ভূলু ও মুদি দোকানদার আবুল কাশেম প্রকাশ হাছিম সওদাগর সহোদরের বাড়িতে ইয়াবা বিরোধী অভিযানের নামে নগদ টাকা ও স্বর্ণসহ আটক করে নিয়ে গেলে জনসাধারণ ক্ষুদ্ধ হয়ে সকালে রাস্তায় জড়ো হয়। খবর পেয়ে স্থানীয় হোয়াইক্যং ফাঁড়ির আইসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এমতাবস্থায় জামায়াত-বিএনপির সমর্থন পুষ্ট সুযোগ সন্ধানী দালাল চক্র গোপনে জনসাধারণকে উস্কে দিয়ে বিক্ষুদ্ধ জনতার সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপসহ সড়কে অগ্নিসংযোগ এবং ব্যারিকেড সৃষ্টির ঘটনা ঘটায়। এই খবর পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী ও টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খাঁন অতিরিক্ত ফোর্স নিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

পরে পুলিশ বিশেষ মহলের ইন্দনে আটক দুই সহোদরসহ নিরীহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সাধারণ ব্যবসায়ীদের জড়িত করে নামীয় ১৮জন ও অজ্ঞাতনামা ২/৩শ জন লোককে পলাতক আসামী করে মামলা দায়ের করেন। যা জামায়াত-বিএনপি সমর্থিত দালালদের ষড়যন্ত্রের বাস্তবায়ন ছাড়া কিছুই নই। আমরা বিষয়টি খতিয়ে দেখে উক্ত মামলা হতে সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে নিরীহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সাধারণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী,জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা কামনা করছি। অন্যথায় এলাকাবাসী এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে হুশিয়ারী প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।