২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হরতাল সমর্থনে কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

11106053_669236803205537_753728908_o

অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন হরতাল সমর্থনে বিক্ষোভ করেছে কক্সবাজার শহর জামায়াত। ৩১ মার্চ মঙ্গলবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকার দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বে হুমকি নিয়ে অলিক তথ্য উপস্থাপন করে মিথ্যা যুক্তিদিয়ে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করে যাচ্ছে। তাদের জনসমর্থন এখন শূন্যের কোঠায়, শুধু মাত্র পুলিশের উপর নির্ভর করে তারা ক্ষমতায় টিকে আছেন। পতনের সময় খুবই সন্নিকটে। জনগণের আন্দোলন থেকে অতিতের কোন স্বৈরাচারী সরকার আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান আওয়ামীলীগ সরকারও পারবেনা। আওয়ামীলীগ সরকার মনে করেছিল পুলিশ ও দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এবং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে গণতন্ত্রের মুক্তির আন্দোলন দমিয়ে দিবে। কিন্তু তাদের এ আশা পূরণ হয়নি বরং বুমেরাং হয়েছে। সরকারের সকল বাধা-নির্যাতন কে চ্যালেঞ্জ করে জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গনতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলিয়ে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, জোটের নেতা-কর্মীরা রাজপথে লড়াই করছে। সময় এসেছে, দেশের সর্বস্থরের জনতাকে স্বৈরাচারি আওয়ামীলীগের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। জালিম সরকারের বিরুদ্ধে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।