জামায়াতের আহুত হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা। বুধবার সকাল থেকে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে নেতকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে যাতে জামায়াত-শিবির কোন নাশকতা করতে না পারে। এতে অন্যান্য দিনের ন্যায় সাধারণ জনগণের জীবন যাত্রা-স্বাভাবিক ছিলো, যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক, অফিস আদালতও চলে যথা নিয়মে। বেলা ১২ টায় বার্মিজ মার্কেট এলাকা থেকে গণবিরোধী হরতালের প্রতিবাদে এক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে শেষ হয়। মিছিল পরবর্তী ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় পথসভা অনুষ্টিত হয়। পথসভায় বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসাইন তানিম। বক্তারা বলেন, জঙ্গীবাদ সংগঠন জামায়াত-শিবির দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হরতাল কর্মসূচী দিয়েছে। এই থেকে প্রমাণ হয় জামায়াত-শিবির দেশের আইন-কানুন সংবিধান কিছুই পরোয়া করে না। তাই তারা হরতালের নামে নাশকতা সৃষ্টির লক্ষ্যে দেশর সর্বোচ্চ আদালতকে চ্যালেঞ্জ করে এই হরতাল আহবান করেছে। এই আহুত হরতাল দেশের মানুষ প্রত্যাখান করেছে। এই সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা রাজীব দে রাজু, ইসমাঈল সাজ্জাদ, সাখাওয়াত মিল্টন, আবেদ আনজুম, রউফ উন নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান, শাহ নিয়াজ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, আইন কলেজের যুগ্ন আহবায়ক হারেজুর রহমান, আবদুল মাজেদ, নাসির উদ্দিন, মেহেদী হাসান, জাকের হোসাইনসহ শহর কলেজ ও বিভিন্ন উপজেলার নেতকর্মীরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।