বাংলাদেশ কৃষকলীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
রিপন বড়ুয়াকে সভাপতি ও আলাউদ্দিন কে সাধারন সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট এ কমিটি গঠন হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে অনুষ্ঠিত পরিচিত সভায় হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মাহমুদুল হক ও যুগ্ন আহবায়ক নুরুল আলমের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
আহবায়ক মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় বক্তব্য দেন উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, উখিয়া উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোসেন, হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহবায়ক নুরুল আলম, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রায়হান, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি তানিম রহমান কেনাম প্রমুখ।
বক্তব্যে শাহজাহান সাজু বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। সরকারের হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ দারুন ভুমিকা রেখে চলেছে । কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষকের ভাগ্য বদলে একের পর এক পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরো বলেন, একসময় বাংলাদেশ কৃষকলীগের আন্দোলনে খালেদা সরকারের পতন হয়েছিল। কৃষকলীগ হলদিয়ায় একসময় দৃষ্টান্ত সৃষ্টি করবে। এক সময় সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হলেও এখন কৃষকরা তাদের চাহিদারও বেশি সার পাচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।
এসময় হলদিয়ার ছাত্রলীগ নেতা ফারুক সিকদার, পালংখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা ওহিদ ওসমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।