৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

হলদিয়ার পাতাবাড়ী মসজিদের অবস্থা নিয়ে ছাত্রনেতা সানভিরের খোলা চিঠি

“আসসালামু আলাইকুম

প্রিয় উখিয়া উপজেলা বাসী–

হলদিয়া পাতাবাড়ী এহইয়াউস সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানা।অন্ত মাদ্রাসাটি ১৯৭৮ সালে বীর মুক্তিযোদ্ধা,সাবেক সফল চেয়ারম্যান জনাব বাদশাঁ মিয়া চৌধুরীর দানকৃত জমির উপর প্রতিষ্টন হয়।প্রতিষ্টা লগ্ন থেকে শুরু বর্তমান সময় পর্যন্ত অন্ত এলাকা কে কোরআন শিক্ষায়,দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে,নবী করিম (স:) দেখানো পথে,ঈমানি পথে চলার পথ সৃষ্টি করেছে।বতর্মানে এই মাদ্রাসায় এক হাজারের উপরে শিক্ষাথীরা পাঠদান নিচ্ছি।হেফজ খানা থেকে শুরু করে,প্লে থেকে শুরু অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে অত্র মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।বিশেষ করে অত্র মসজিদ টি পাতাবাড়ীর কেন্দ্রিয় মসজিদ হওয়ায় অধিক মুসল্লি একসাথে নামাজ পড়তে হিমশিম খাই।বর্ষার সময় ফাটল ছাদেঁর চিদ্র দিয়ে পানি পড়ে,তীব্র রোদের সময় শীতল হাওয়ার ব্যবস্থা না থাকায় মুসল্লিরা অনেক কষ্টে পড়ে যায়।পবিত্র জুমার দিন অত্র মসজিদে উপড়ে পড়া ভিড় জমে।মসজিদের ভিতরে জায়গা না পেয়ে,ছাদের উপর,বাহিরে বসে নামাজ আদায় করতে হয়।এতে মুসল্লিদের মুখে হতাশার চিত্র ফুটে উঠে।কেউ কেউ কমিটির উপর রেগে যায়।অত্র এলাকার সচেতন মহলের একটায় আক্ষেপ,বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এত উন্নয়ন হওয়ার পর ও অবহেলিত এই মসজিদ টির উপর কারো সুনজর নেই কেন!,প্রত্যেক উপজেলায় একটি করে ডিজিটাল মসজিদ নির্মাণ শুরু হয়েছে,কিন্তুু তবুও এই মসজিদ টির প্রশাসনের সুনজর লাগেনি কেন!।নিশ্চয় আপনাদের কারো কাছে এর উত্তর জানা নেই?।অত্র এলাকার মুসল্লিরা বর্তমান সংসদ সদস্য, সম্মানিত থানা নির্বাহি স্যার,উপজেলা চেয়ারম্যান মহোদয়,ভাইস-চেয়ারম্যান মহোদয়,মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় এবং হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান সফল চেয়ারম্যান মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনারা চাইলে পারবেন,আপনাদের জন্য সামান্য একটি বিষয়,পরকালে শান্তির কথা চিন্তা করে,ধর্মপ্রাণ মুসল্লিদের কষ্টের কথা চিন্তা করে,মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় আপনারা এই মহৎ উদ্যোগ টি হাতে নিন।

আপনাদের কাছে অত্র এলাকার মুসল্লিরা আজীবন কৃতঙ্গ থাকবে।

আমি মানুষ,কেউ ভূলের উদ্ধে নই,আমার ভূল হতে পারে।ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে.

ইতি-
সানভির রহমান সোহেল
ছাত্র
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।