২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করছেন। এমপি আশেক উল্লাহ রফিকের গত ৫ বছরে সম্পদ বেড়েছে ১ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার সময় ২০১৮ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ২০৬ টাকার। ৫ বছর পরে ২০২৩ সালে সেই সম্পদের পরিমাণ হয়েছে ৬ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ১১৯ টাকার। এই ৫ বছরে স্ত্রীর থাকা ৩০ ভরি স্বর্ণ অপরিবর্তিত রয়েছে। তাঁর স্ত্রী বা তাঁর আয়ের উপর নির্ভরশীল কারও নামে নেই কোন সম্পদ।
২০১৮ সালেরর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন বরাবরে এমপি আশেক উল্লাহ রফিকের জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে মিলেছে এসব তথ্য।
প্রাপ্ত ২ টি হলফনামায় দেখা গেছে, বর্তমানে এমপি আশেক উল্লাহ রফিকের বছরে আয় ৪৭ লাখ ৩২ হাজার ৩৫২ টাকা। যেখানে কৃষিখাত থেকে বছরে ২৬ হাজার ৬৪০ টাকা, ব্যবসা থেকে বছরে ১ লাখ ৫৬ হাজার টাকা, শেয়ার থেকে বছরে ১০ লাখ ৯১ হাজার ২৩ টাকা, অন্যান্য পেশাগত খাত থেকে বছরে ৩৪ লাখ ৯৮ হাজার ৬৬৯ টাকা আয় করেন।

৫ বছর আগে ২০১৮ সালে আশেক উল্লাহ রফিকের বছরে আয় ছিল ৬ লাখ ২১ হাজার ২৯৮ টাকা। ওই সময় তিনি কৃষি খাত তেকে ৪২ হাজার ৬৪০ টাকা, ব্যবসায় থেকে ৩ লাখ ৮৬ হাজার টাকা আর শেয়ার থেকে ১ লাখ ৯২ হাজার ৬৩৮ টাকা আয় করতেন।

বর্তমানে আশেক উল্লাহ রফিকের অস্থাবর সম্পদের পরিমাণ হয় ৫ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৫০৫ টাকা।স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে। ৫ বছর আগে ছিল ৩ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০৪ টাকা। স্ত্রীর স্বর্ণও ছিল একই। বর্তমানে তাঁর স্থাবর সম্পদের পরিমাণ কৃষি জমি ১৬.১৩৮২ একর, অকৃষি জমি ৩.১৯ একর, দালান ৯ লাখ ৬০ হাজার টাকা। ব্যাংক ঋণ রয়েছে ১৪ লাখ ৫৫ হাজার ৫১৭ টাকার। ৫ বছর আগে তাঁর স্থাবর সম্পদ ছিল কৃষি জমি ১৪.৩৩ একর, অকৃষি জমি একই, দালান ৯০ হাজার ৬০ টাকার।

এমপি আশেক উল্লাহ রফিক বলেন, আমি মুলত একজন ব্যবসায়ী। স্বচ্ছ জীবন-যাপন এবং বৈধ আয়ে বিশ্বাসী। দাখিল করা হলফনামায় তা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।