বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এসময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল ২৩ আগস্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় রামু ক্রসিং হাইওয়ে থানার এএসআই সরুপ চক্রবর্তী উপজেলার খুনিয়া পালং ইউপিস্থ তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনেই এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বুধবার বিকেলে খবর আসে উখিয়া থেকে কক্সবাজারে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার চৌকস টিম কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে কক্সবাজারমুখী অনটেষ্ট সিএনজিতে যাত্রীসেজে যাওয়া যুবককে সন্দেহ হলে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে চকলেটের প্যাকেটে বিশেষ কায়দায় লুকানো ৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ওই যুবককে আটক করা হয়।
আটক যুবক উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা হালুকিয়া গ্রামের আহমদ কবিরের ছেলে মো. সাজ্জাদ (১৯)।
ওসি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।