২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

হাতের কব্জির রগ কেটে মোবাইল-ল্যাপটপ ছিনতাই


নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় বাধা দিতে গিয়ে দুষ্কৃতিকারিদের ছুরিকাঘাতে একজনের হাতের কব্জির রগ কেটে গেছে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

আহত জামাল আফরান (৩৮) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ার মৃত ওবাইদুর রহমানের ছেলে। এসময় ছিনতাইয়ের শিকার হয়েছেন আহতের সহকর্মি মিথিলা হক। ভূক্তভোগীদের বরাতে রফিকুল বলেন, সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রামের উদ্দ্যেশে বাসে উঠতে রিকশা যোগে কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল যাচ্ছিল জামাল আফরান ও তার সহকর্মি মিথিলা হক নামের এক তরুণী। পথিমধ্যে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছলে অটোরিকশা যোগে এসে একদল ছিনতাইকারি তাদের গতিরোধ করে। এসময় তাদের (ভূক্তভোগী) সঙ্গে থাকা দুইটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারিরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এসময় ছুরিকাঘাতে জামাল আফরানের বাম হাতের কব্জির রগ কেটে যায়। পরে ছিনতাইকারি ব্যাগ দুইটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর আনা হয়।

ভূক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুইটিতে তাদের ২ টি মোবাইল ফোন সেট, ১ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট ও ১ টি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে প্রায় দুই ঘন্টা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার পরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মো. রফিকুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।