লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের পুরাতন থানা সংলগ্ন প্রঃ আবদুল হাদির বাড়ির কৃতি সন্তান, হারামাইন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক ড.আবদুল গফুর গত ৩আগষ্ট ঢাকা কমপোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন।তিনি মাষ্টার কবির আহমদের দ্বিতীয় পুত্র।ইন্নালিল্লাহ……………………………………..রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর।তার ৩ছেলে ও ১মেয়ে রয়েছেন।তার বড় ছেলে শিবলী( আমেরিকা প্রবাসী), মেজ ছেলে জুবাইর(অষ্ট্রেলিয়া প্রবাসী), ছোট ছেলে মোহাম্মদ জুনাইদ(জাপান প্রবাসী) এবং একমাত্র কন্যা তাহিয়া(আমেরিকা প্রবাসী)।মরহুম ড.আবদুল গফুর মল্লিক ছোবাহান হাজির পাড়ার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান,মোনায়েম নগরের কর্ণধার শিক্ষানুরাগী ও আলোকিত সমাজসেবক আলহাজ্ব মোনায়েম চৌধুরীর আব্বা আবদুল মাজেদ চৌধুরীর আপন ফুফাত ভাই এবং বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ও লোহাগাড়ার জনপ্রিয় চিকিৎসক ডাঃ বিলকিস ফাতেমার আপন মামা বলে জানা গেছে।আগামী ৬আগষ্ট রোজ রবিবার মরহুমের নিজ বাড়ি সংলগ্ন ছমদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আসরের নামাজের পর তার নামাজে জানাযা অনুষ্টিত হবে।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মল্লিক ছোবাহান হাজির পাড়ার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান, মোনায়েম নগরের কর্ণধার,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোনায়েম চৌধুরী।মরহুমের নামাজে জানাজায় সবাইকে উপস্হিত হওয়ার জন্য অনুরুধ জানিয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দরা।
বিদ্রঃমরহুমের ৩ছেলে ও ১ মেয়ে আমেরিকা,অষ্ট্রেলিয়া, জাপান অবস্হান করার কারণে তার জানাজার নামাজ একটু দেরীতে অনুষ্টিত হচ্ছে বলে তাদের পারিবারিক সুত্রে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।