২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলন ২৬,২৭ মার্চ

হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক শানে রেসালত সম্মেলন আগামী ২৬ ও ২৭ মার্চ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ২দিন ব্যাপী এই শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী (দা: ব:) প্রধান আলোচক থাকবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব পীরে কামেল আল্লামা হাফেজ মোহাম্মদ জুনাইদ বাবু নগরী। সম্মেলনে দেশ বরেণ্য ওলামা মশায়েখ তকরির পেশ করবেন।
শানে রেসালত সম্মেলনকে সফল ও স্বার্থক করতে এক প্রস্তুতি সভা গতকাল ৬মার্চ বাদে জুমা সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা হাফেজ নুরুল আলম আল-মামুনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন হেফাজত ইসলাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন, মাওলানা হাফেজ কামাল, মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী, জেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাওলানা কেফায়তুল্লাহ, মাওলানা এহতাশামুল হক, মাওলানা কাজী এরশাদুল্লাহ, শহর হেফাজতে ইমলামের সাধারণ সম্পাদক মাওলানা সায়েম হোছেন চৌধুরী, মাওলানা ফরিদুল হক, মাওলানা খালেদ সাইফী, মাওলানা সোহেল, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নুরুল হামিদ, মাওলানা আ্বদুল হক, মাওলানা নুরুল ইসলাম ও মুহাম্মদ নুরুল হক চকোরী প্রমুখ।
সভায় সম্মেলনকে সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।