২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে দুই ফেভারিটের খেলা গোল শূন্য ড্র


হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য়পর্বের দুই ফেভারিটের ২য়দিনের খেলা গোল ড্র হয়েছে।
২৪মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের ২য়পর্বের ২য়দিনের খেলা হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ নতুন পল্লান পাড়া ফুটবল একাদশ ও রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। দারুণ উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও উভয় দলের গোল রক্ষকদের দৃঢ়তায় তা প্রতিহত হয়ে যায়। খেলার উত্তেজনায় উপস্থিত দর্শকেরা কৌতুহলে মেতে উঠলেও রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্য বিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর পর আরো খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দর্শকেরা হাততালিতে মুখরিত করে তোলে পুরো মাঠ। উভয় দলের খেলোয়াড়েরা প্রাণপণ চেষ্টা চালিয়ে গোল করতে ব্যর্থ হওয়ায় রেফারী খেলার শেষ বাঁশি বাজালে উভয় দল গোলশূণ্য ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের ১৬নং জার্সিধারী খেলোয়াড় মঞ্জুর। খেলায় প্রধান রেফারী ছিলেন সুবীর বড়ুয়া ভূলু,সহকারী রেফারী ছিলেন আহমদ কবির,মোঃ আলমগীর ও ৪র্থ রেফারী ছিলেন জয়নাল আবেদীন। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন নাছির উদ্দিন। ২৫মার্চ বিকাল সাড়ে ৪টায় লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশ বনাম চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।