হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য়পর্বের খেলায় শিরোপা প্রত্যাশী লেদা স্পোটিং ক্লাবকে হারিয়ে চমক সৃষ্টি করেছে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ।
২৫মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের ২য়পর্বের ৩য় দিনের খেলা হ্নীলা হাইস্কুল মাঠে লেদা সোটিং ক্লাব ফুটবল একাদশ ও চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের মধ্যে শুরু হয়। চমৎকার ক্রীড়া শৈলী ও উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমনে খেলা এগিয়ে চলার ১১মিনিটে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় চমৎকার গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নিয়ে পুরো মাঠে সাড়া ফেলে দেয়। উত্তেজনাপূর্ণ খেলায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্য বিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর পর আরো খেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে পুরো গ্যালারী সরব করে তুললেও কোন দলই গোলের দেখা পায়নি। রেফারী খেলার শেষ বাঁশি বাজালে চমক সৃষ্টিকারী চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ সেমিফাইনাল নিশ্চিত করে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের ১৩নং জার্সিধারী খেলোয়াড় মংন্যু চেং। তাকে পুরস্কার তুলে দেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ,যুগ্নআহবায়ক মাহবুব মোরশেদ, শামসুল আলম বাবুল মেম্বার,সদস্য সচিব মোস্তাক আহমদ সাকি। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী আব্দুল শুক্কুর মেম্বার,মাষ্টার জাফর আহমদ,প্রবীণ মুরুব্বী রহমত আলী,আব্দুস সালাম,গুরা মিয়া,টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা আবুল কালাম আলম,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম প্রমুখ। খেলায় প্রধান রেফারী ছিলেন সুবীর বড়ুয়া ভূলু,সহকারী রেফারী ছিলেন শফিউল আলম,আহমদ কবির ও ৪র্থ রেফারী ছিলেন রুস্তম আলী সৈকত। ২৬মার্চ বিকাল সাড়ে ৪টায় টেকনাফ জেএফসি ইসলামাবাদ ফুটবল একাদশ বনাম রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।