হুমায়ূন রশিদ,(টেকনাফ): ‘স্কুল হোক আনন্দের জায়গা, শিক্ষা রূপ নিক শিল্পে’ এ শ্লোগানকে সামনে রেখে উখিয়া-টেকনাফের প্রথম ও একমাত্র ডিজিটাল স্কুল নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের প্রথম শিক্ষাবর্ষ ২০১৭ সালে শেষ অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। ২৯ নভেম্বর বেলা ১১ টায় স্কুল চত্বরে স্কুলের প্রিন্সিপাল ও প্রতিষ্ঠাতা সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্ব ও শিক্ষক আবদুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ২০১৭ শিক্ষা বর্ষে শেষ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হ্নীলা ইউপি সদস্য হাজ¦ী দিলদার আহমদ, হ্নীলা আলফালাহ একাডেমীর উপাধ্যক্ষ মোঃ রফিক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক তোফাইল আহমদ, আলহাজ¦ দেলোয়ার হোসাইন মিল্কি ও মাষ্টার নজির আহমদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক ডাঃ নুর মোহাম্মদ, মোক্তার হোসেন, জামাল হোছাইন, শাহ আলম, চম্পা আক্তার, রেহেনা আক্তার, মরিয়ম আক্তার, স্কুল কমিটির সদস্যদের মধ্যে আমিন উল্লাহ সাইফ, মোঃ শাহ এমরান, শিক্ষকদের মধ্যে নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কায়েস মাহমুদ, শিক্ষক হাফেজ মাওলানা জামাল আহমদ, মহিলা শিক্ষক রোজিনা আখতার, ও ইফফাত আছিয়া, একাউন্টেন্ট হুমায়ুন পারভেজ ও স্কুল বয় মোহাম্মদ আবদুল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় এলাকা টেকনাফে প্রযুক্তির সবধরণের আয়োজন, উন্নত ও দৃষ্টিনন্দন পরিবেশে পাঠদান করে সচেতন শিক্ষিত ও সর্বমহলে স্থান করে নিয়েছে টেকনাফের হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল। শিক্ষাকে নিছক শিক্ষা নয় শিল্পে রূপ দিয়েছে স্কুলটি। সমাবেশে বক্তারা স্কুলটির উত্তরোত্তর সাফল্য ও এর ক্রমবিকাশে সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।