টেকনাফের হ্নীলায় এফডিএসআর পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিবা-রাত্রি বিশেষজ্ঞ চিকিৎসক সেবা চালু করা হয়েছে। এরফলে গরীব জনসাধারণ স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়,চলতি মাসের শুরু হতে স্বল্পমূল্যে প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত মেডিসিন,হাপানী,সাধারণ সার্জারী,হাড়জোড়া জয়েন্ট,বাত-ব্যথা,ঘাড়ব্যথা,¯œায়ুরোগ ও খৎনায় অভিজ্ঞ ডাঃ এ.কে.এম.এনামুল হক,এমবিবিএস,ডিইউ,পিজিটি (সার্জারী)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,বিভিন্ন রোগীদের সেবা দিয়ে আসছেন। এছাড়া এখানে প্রতিদিন খৎনা/সুন্নত করানো হচ্ছে। আগ্রহী দরিদ্র জনসাধারণ এই সেবা গ্রহণের জন্য হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবু অজয় কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।