টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার যাওয়ার পথে মোটর সাইকেল দূঘর্টনায় হ্নীলার দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৭মে পৌনে ২টারদিকে টেকনাফের হ্নীলা রঙ্গিখালীস্থ মৃত এজাহার মিয়ার পুত্র ও দক্ষিণ শাখা যুবদলের সভাপতি হোছাইন মুহাম্মদ আনিম ও সাবেক মেম্বার আব্দুস শুক্কুরে পুত্র জালাল উদ্দিন মোটর সাইকেলযোগে হিমছড়ি পয়েন্ট দিয়ে শহরে প্রবেশের সময় সেনাবাহিনীর একটি গাড়িকে সাইট দিতে গিয়েই স্যাঁতসেতে রাস্তায় পিছলে গিয়ে দূঘর্টনার কবলে রক্তাক্ত হয়। উপস্থিত লোকজন তাদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুই ব্যক্তি আশংকামুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।