২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

হ্নীলার বোরহান হত্যা মামলার আসামী জিন্নাহ আটক : ৩দিনের রিমান্ড মঞ্জুর

Teknaf Pic-(B)-18-05-15
টেকনাফের হ্নীলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে বোরহান উদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীকে জিন্নাহ জামিন নিতে গিয়েই আটক হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩দিন রিমান্ড মঞ্জুর করে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফের হ্নীলা আলীখালী এলাকায় লেদার মৃত হাজী আবুল কাশেমের পুত্র শামসুল হুদা গং ও জামাল উদ্দিনের পুত্র শাহ আজম গংয়ের মধ্যে কাটাকাটি, সংঘর্ষ ও গুলাগুলির এক পর্যায়ে আলীখালীর জামাল উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (১৭) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করে। পোস্ট মর্টেম শেষে লাশ রাতে বাড়িতে এনে সকালে দাফন করা হয়। এ ঘটনায় নিহত বোরহানের মা খুরশিদা বেগম বাদী হয়ে শামসুল হুদাকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার এজাহারভূক্ত আসামী ও স্থানীয় ফরিদ মিয়ার পুত্র দিদারুল ইসলাম জিন্নাহ গত ৫মে কক্সবাজার আদালতে জামিন নিতে গেলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করে। নৃশংস এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মামলার আইও টেকনাফ মডেল থানার এসআই আবুল কালাম গত ১৫মে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত উক্ত আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ মে থেকে তাকে থানা হেফাজতে এনে রিমান্ড কার্যকর করা হবে বলে মামলার আইও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।