১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

হ্নীলায় একটি বিরোধীয় জমি নিয়ে দু‘পক্ষ মুখোমুখী

teknaf-pic-b-07-12-16

টেকনাফের হ্নীলায় একটি বিরোধীয় জমির দখল-জবরদখল নিয়ে দু‘পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক মধ্যস্থতায় সমাধান না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে।
জানা যায়-৭ডিসেম্বর সকাল ১১টারদিকে টেকনাফের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং পশ্চিম পানখালীর মৃত আহমদর রহমানের পুত্র মৌলানা গোলাম মোস্তফার বর্গা চাষী ছাবের খাঁন ও নুরুল হুদার বর্গা নেওয়া জমি নিয়ে বিরোধ দেখা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এই ব্যাপারে মাদ্রাসা পক্ষ থেকে জানানো হয় বিগত ৫৭বছর ধরে অনুদান সুত্রে পাওয়া বিএস ১৯৫৭,১৯৬৬ খতিয়ানের ৩০৬,৩০৭,৩০৯,৩১১নং দাগের অধীনে মাথাখিলাসহ ১৪০শতক জমি দারুস সুন্নাহ মাদ্রাসার ভোগ দখল করে আসছিলেন। মৌলানা গোলাম মোস্তফা প্রভাব খাটিয়ে জবর দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে। তাই আমরা মাদ্রাসার ভোগদখলীয় জমি রক্ষার জন্য এসেছি। বর্গা চাষী ছাবের খান ও নুরুল হুদা বলেন আমরা কাগজ-পত্র মূলে জমির মালিক হতে জমি লাগিয়ত নিয়েছি। আমাদের সাথে কারো বিরোধ ও শত্রুতা নেই। মাদ্রাসার স্বত্ত থাকলে উভয়পক্ষ বসে সমাধান করুন তা আমরা চাই। কিন্তু আমাদের বন্ধু নুরুল আলম নুরুসহ মাঠে কাজ করতে গেলে চিহ্নিত কতিপয় ব্যক্তি দূর্ব্যবহার করে লাঞ্চিত করার অপচেষ্টা চালায়।
এদিকে জমির মালিক দাবীদার মৌলানা গোলাম মোস্তফা জানান দক্ষিণ হ্নীলা মৌজার আরএস খতিয়ান ১০১৮,দাগ নং-১০০৪,১০০৫ আন্দরে ১.৫২শতক এবং বিএস খতিয়ান নং-২৯২,বিএস দাগ নং-৩০৫,৩১২,বিএস খতিয়ান ১৯৫৬ দাগ নং-৩০৬,৩০৭,৩১১,বিএস খতিয়ান নং-১৯৬৬, দাগ নং-৩০৬,৩০৭,৩১৩,৩১৪সহ ১নং খাস খতিয়ানের ৩১৩ ও ৩১৪ আন্দরের ১.৫২শতক। যা জমি বিরোধীয় আপীল মামলা ৬০/২০১০ইং,তারিখ ২৬/০৫/২০১০ইং এর প্রেক্ষিতে মৌঃ গোলাম মোস্তফার পক্ষে যুগ্ন জেলা জজ মাহবুর রহমান ১০/০১/১৫ইং তারিখ আপীল শুনানীর চুড়ান্ত রায় প্রচার করে।এরপর হতে এই জমির মালিক আমি।মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থী ব্যবহার করে জোরপূর্বক জবর দখলের চেষ্টা চালাচ্ছে। এদিকে দুই পক্ষের মুখোমুখী অবস্থানের কারণে যেকোন মুর্হুতে অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।