১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

হ্নীলায় দুই স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ


টেকনাফের হ্নীলায় স্কুলে যাওয়ার নাম করে বের হয়ে যাওয়া দুই স্কুল ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। এদিকে ছেলেদের সন্ধান না পেয়ে মা-বাবাসহ পরিজন মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।
জানা যায়-গত ১১ফেব্রুয়ারী সকাল ৯টারদিকে টেকনাফের হ্নীলা হাইস্কুলে অধ্যয়নরত পশ্চিম লেদার নুর মোহাম্মদ ও গুলজার বেগম দম্পতির পুত্র আবু হুমাইর (১৫)এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলম ও শামসুন নাহার দম্পতির ২য়পুত্র মোঃ শহীদুল ইসলাম (১৬)স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে অদ্যবধি ফিরে আসেনি। নিখোঁজ আবু হুমাইরের পরনে ছিল সাদা শার্ট,কালো প্যান্ট,জ্যাকেট এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলম ও শামসুন নাহার দম্পতির ২য়পুত্র মোঃ শহীদুল ইসলামের পরনে ছিল কালো প্যান্ট,সাদা শার্ট ও লাল রংয়ের ব্লাজার। তাদের পরিবারের সাথে কোন ধরনের যোগাযোগ না থাকায় সকলে আতংকিত হয়ে পড়েছে। এই ব্যাপারে হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান-বিষয়টি আমাকে অবগত করা হয়নি। তাই কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কোন বন্ধু-বান্ধবের বাসায় অবস্থান করছে কিনা তা খতিয়ে দেখে শীঘ্রই এই ব্যাপারে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হবে বলে জানান। কোন সুহৃদ ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সন্ধান ফেলে নিম্মোক্ত মুঠোফোনে (০১৮১১-৩৬৪৬৪৬; ০১৮৫০-৯৫৬৭০৬; ০১৮৬২-৬৫৮৮৩৮;০১৮২৩-৯৬৬৪৫৩ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে মা শামসুন নাহার ও গুলজার বেগম বিনীতভাবে অাহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।