টেকনাফস্থ হ্নীলার সাবেক মেম্বার দিলদার আহমদ দিলুর ভাই ও প্রবীণ মুরব্বী ছৈয়দ আহমদ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
জানা যায়-১৮ নভেম্বর০ভোররাতে উপজেলার হ্নীলাস্থ রঙ্গিখালীর জুম্মাপাড়ায় নিজ বাড়ীতে মৃত সিকদার আলীর ২য়পুত্র,সাবেক মেম্বার দিলদার আহমদের মেঝ ভাই ও সংবাদকর্মী জসিম উদ্দিন টিপুর জেঠা শ্বাশুড় ছৈয়দ আহমদ(৭০)বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকাল তিনি স্ত্রী,৩ছেলে,৭মেয়ে,ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১১টায় রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাহবুব মোরশেদ,স্থানীয় ওয়ার্ড মেম্বার,রাজনীতিবিদ,শিক্ষক,গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে জুম্মাপাড়াস্থ গোরস্থানে তাঁকে দাফন করা হযেছে। এদিকে প্রবীণ মুরব্বী ছৈয়দ আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।