গ্লোবালাইজেশনের এই যুগে ইংরেজি ও প্রযুক্তির গুরুত্বকে অনুধাবন করে নতুন প্রজন্মের শিশুদেরকে তাদের দেশ ও দেশের ইতিহাস, উন্নত জীবন ও গৌরবময় মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে সীমান্ত উপ-শহর টেকনাফের হ্নীলায় একদল মেধাবী, সুশিক্ষিত, সৃজনশীল ও উদ্যোমীর উদ্যোগে সরকারী পাঠ্যসূচী নির্ভর ব্যতিক্রমধর্মী পাঠদানের প্রতিশ্র“তি ও নতুন প্রজন্ম বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভুমিকা পালন করতে ডিজিটাল পদ্ধতিতে একটি শিশুবান্ধব গুনগত মানসম্পন্ন শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রথম যাত্রা শুরু করল ‘নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল’।
১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফের হ্নীলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করেন স্কুলের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান, প্রবাল নিউজ২৪ ডটকম’র প্রকাশক ও সম্পাদক, শিক্ষানুরাগী, উন্নয়ন ও মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সাংবাদিক মমতাজুল ইসলাম মনু। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বিকম, হ্নীলা আল-জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহর মুহতামিম আলহাজ্ব মাওলানা আবসার উদ্দিন চৌধুরী, হ্নীলা ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী ফরিদুল আলম, টেকনাফ নিউজ’র সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, তরুণ রাজনীতিবিদ সেলিম সিকদার, মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ, রাসুলাবাদ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ রফিক, হ্নীলা ইউপির সাবেক মেম্বার হাজী দিলদার আহমদ, হ্নীলা বাজার কমিটির সদস্য মুফিজ আলম সওদাগর, আলফালাহ একাডেমীর উপাধ্যক্ষ মাস্টার রফিক আহমদ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার নুরুল হোছাইন ভুট্টো, মৌলভীবাজার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ জামাল হোছাইন, বিশিষ্ট ছাত্রনেতা ছাবের খান, নাফ মেরিট’র ডিরেক্টর হোছাইন আহমদ মেম্বার, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ শাহ এমরান, মোহাম্মদ সাইফুল, আমিনুল্লাহ সাইফ, মো: ফায়সাল আশেক, আলহাজ্ব মো: আবদুল্লাহ, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ কায়েস, নুরুল ইসলাম, হাসিনা সুলতানা, হুমায়ুন পারভেজ, সাংবাদিক হুমায়ুন আহমদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রফিক উদ্দিনসহ অভিভাবক, শুভাকাংখী।
উল্লেখ্য, বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন পদ্ধতি, মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান, ঋরহমবৎ চৎরহঃ এর মাধ্যমে হাজিরা গ্রহন, উধরষু অঁঃড় অঃঃবহফবহপব ঝগঝ অষবৎঃ ঝঢ়ড়শবহ ঊহমষরংয ্ ঈড়সঢ়ঁঃবৎ ঃৎধরহরহম, প্রত্যেক শিক্ষার্থীর জন্য ঝঃঁফবহঃ উধঃধনধংব, নুরানী পদ্ধতিতে সহীহ্ কোরআন শিক্ষা শিশুবান্ধব ও শিশু উপযোগী খেলনার ব্যবহার ড্রয়িং ও সুন্দর হাতের লেখা শেখার বিশেষ ব্যবস্থা ও সর্বোচ্চ শৃংখলা প্রতিষ্ঠা স্কুলের অনেক বৈশিষ্টের মধ্যে অন্যতম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।